Advertisement
Advertisement

Breaking News

লক্ষ্মীপুজোর ফুল কিনতে হাত পুড়ছে গৃহস্থের

দাম শুনেই চোখ কপালে গৃহস্থের৷

Flowers are getting costly during Laxmi puja
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 15, 2016 9:08 am
  • Updated:October 15, 2016 9:11 am

নব্যেন্দু হাজরা: একদিকে উৎসবের মরশুম৷ অন্যদিকে ঘূর্ণাবর্তের প্রভাব৷ আর তার জেরেই ফুল বাজারে হাতে ছ্যাঁকা মধ্যবিত্তের৷ পুজোর আগেও ফুলের যা দাম ছিল, লক্ষ্মীপুজোয় তা চারগুণ বেড়েছে৷ পাইকারি বাজারেই দাম চড়ায় তার প্রভাব পড়ছে খুচরো বাজারেও৷ ফলে সমৃদ্ধির দেবীর আরাধনা করতে আজ গাঁদা থেকে পদ্মে হাত দিলেই ছ্যাঁকা খাচ্ছেন গৃহস্থ৷ যে তিন ফুটের গাঁদার মালা খুচরো বাজারে দিন দশেক আগে বিকিয়েছে, জোড়া ২০ টাকায়৷ সেই মালারই এখন দাম খুচরো বাজারে জোড়া ৬০-৭০ টাকা৷ দোপাটি থেকে অপরাজিতা, পদ্ম, সব ফুলেরই এক অবস্থা৷ দাম শুনেই  চোখ কপালে গৃহস্থের৷ ফলে লক্ষ্মীপুজোয় আজ ফুলের বাজার করতে বেরিয়ে হাত পুড়বে বাড়ির কর্তার৷

এবছর অতিবৃষ্টিও নেই৷ আবার খরাও নেই৷ তা সত্ত্বেও দাম বৃদ্ধির কারণ কী? ফুল ব্যবসায়ীরা জানাচ্ছেন, দুর্গাপুজো থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত ফুলের দাম বেড়েই থাকে৷ তাছাড়া বৃষ্টি না হলেও ভোরের দিকে অল্প অল্প শিশির পড়ছে৷ পুজোর কয়েকদিন ঘূর্নাবর্তের জেরে বৃষ্টিতে ফুলের পাপড়িতে জল জমেছে৷ ফলে অনেক ফুল নষ্ট হয়েছে৷ সেকারণে দামটা আরও বেড়েছে৷ তবে পাইকারি বাজারে তা ওঠা নামা করছে৷ চাহিদা অনুযায়ী দাম কমছে, বাড়ছে৷ ফুল ব্যবসায়ীরা জানাচ্ছেন, দুর্গাপুজোর থেকেও লক্ষ্মীপুজোয় ফুলের চাহিদা সারা রাজ্যে বাড়ে৷ কারণ দুর্গাপুজো শুধুমাত্র বারোয়ারিতেই সীমাবদ্ধ থাকে৷ বাড়ির পুজো হয়, তবে তা খুব কম৷ কিন্তু লক্ষ্মীপুজো অধিকাংশ গৃহস্থের বাড়িতেই হয়৷ তাই প্রতি জেলা থেকেই ছোট ফুল ব্যবসায়ীরা আসেন কলকাতার ফুল মার্কেট থেকে ফুল নিতে৷ দুই মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা থেকে মূলত ফুলচাষিরা ফুল নিয়ে আসেন৷ সেই ফুলই বিক্রি হয় গোটা রাজ্যের বাজারে৷ কিন্তু এবারের ফুলের বাজার খুবই চড়া৷ কলকাতা মল্লিকঘাট ফুলবাজারে কুচো রজনীগন্ধা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০-৯০ টাকায়৷ যা বিক্রি হত ২৫-৩০ টাকায়৷ লাল গাঁদা প্রতি কেজি ১৩৫ টাকা৷ যার দাম ছিল প্রতি কেজি ২৫-৩০ টাকা৷ হলুদ গাঁদার দাম হয়েছে প্রতি কেজি ১৭০ টাকা৷ যা বিক্রি হয় সাধারণ সময়ে ৪০ থেকে ৫০ টাকায়৷ কুচো অপরাজিতার দাম সাধারণ সময়ে ১০-১৫ টাকা প্রতি কেজি৷ সেই দাম এখন পাইকারি বাজারেই ৮০ টাকা৷ মল্লিকঘাটের ফুল ব্যবসায়ীরাই জানাচ্ছেন, এখান থেকে যে দামে ফুল কেনা হয়, তার দ্বিগুণ দামে খুচরো বাজারে বিক্রি করেন ব্যবসায়ীরা৷

Advertisement

 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ