Advertisement
Advertisement

গোয়ায় রাতভর দেদার পার্টি করার দিন শেষ!

কেন এমন সিদ্ধান্ত?

Govt likely to clamp ban on late night partying in Goa
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 11, 2017 1:20 pm
  • Updated:November 30, 2019 2:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমুদ্র দেশের তিন দিকেই রয়েছে৷ কিন্তু পশ্চিম প্রান্তে মানুষের একটু বেশিই আকর্ষণ রয়েছে৷ আর এই আকর্ষণের প্রাণকেন্দ্র ‘গোয়া’৷ শুধু দেশই নয়, বিদেশি পর্যটকদের তালিকাতেও উপরের সারিতে দেশের এই স্থান৷ কারণ একটাই, গোয়ার প্রাণখোলা পরিবেশ৷ গোয়া মানেই মুক্ত মন, দেদার খানা-পিনা আর রাতভর পার্টি৷ কিন্তু পর্যটকদের এই উল্লাসের জীবনেই এবার ছেদ পড়তে চলেছে৷ আর রাতভর পার্টি করা যাবে না দেশের এই পার্টিহাবে৷

[কুলভূষণকে ফাঁসির আদেশ সঠিক, মন্তব্য এই কাশ্মীরি নেতার]

Advertisement

সম্প্রতি গোয়ার জলসম্পদ মন্ত্রী বিনোদ পালেকর জানিয়েছেন এই কথা৷ তাঁর কথায়, রাতভর পার্টি চলে হোটেল, ক্লাব, রেস্তরাঁ, পাবগুলিতে৷ বেশিরভাগ জায়গা গুলিতেই রাত তিনটে থেকে চারটে পর্যন্ত পার্টি চলতে থাকে৷ নিজেদের আনন্দের চোটে কিছু মানুষ এটা ভুলে যান যে অন্য মানুষের সমস্যা হতে পারে৷ বিশেষ করে যে স্থানীয় বাসিন্দাদের বয়স হয়েছে৷ তাছাড়া অনেক ছাত্র-ছাত্রীদের পরীক্ষাও থাকতে পারে৷ সেই কারণেই এই রাতের উল্লাস অবিলম্বে বন্ধ হওয়া দরকার৷ পুলিশের সাহায্যে প্রায় ৮০ শতাংশ জায়গায় পরিস্থিতি আয়ত্বে এসেছে৷ এবার পুরো গোয়াতেই রাতভর পার্টি বন্ধ করে দিতে চান বিনোদ পালেকর৷ তাও আবার সপ্তাহ দু’য়েকের মধ্যেই৷

Advertisement

[ভেজালের বাজারে কেমন করে কিনবেন মরশুমের সেরা আম?]

বিনোদের কথায়, অনেকেই তাঁর নামের সাহায্য নিয়ে রাতভর পার্টি চালিয়ে যান৷ তাও রেয়াত পাবেন না এই বন্ধের হাত থেকে৷ পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন তিনি৷ খুব শিগগিরিই গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের সঙ্গেও কথা বলবেন৷ সদ্য আস্থা ভোট জিতে গোয়ার শাসনভার নিজের হাতে নিয়েছেন পারিকর৷ যদি নিজের রাজ্যের জলসম্পদ মন্ত্রীর কথাতে তিনিও সায় দেন তাহলে তা হোটেল, রেস্তরাঁ, পাব, ক্লাব মালিকদের ক্ষেত্রে বিপদের সংকেত৷ ধাক্কা খেতে পারে পারে গোয়ায় অর্থনৈতিক মেরুদণ্ড অর্থাৎ পর্যটন শিল্পও, এমনটাই মনে করছেন অনেকে৷

[নগদ টাকা নয়, ভোটারদের প্রভাবিত করতে এখন এগুলিই হাতিয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ