Advertisement
Advertisement

উত্তরাখণ্ডে মৃত বেড়ে ১৭, ফের মেঘভাঙা বৃষ্টির পূর্বাভাস

জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা৷

Heavy rain forecast for Uttarakhand, next 48 hours crucial, says weather department
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 2, 2016 8:41 pm
  • Updated:July 2, 2016 9:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৪৮ ঘন্টায় উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর৷ ভারী বৃষ্টিপাতের প্রভাবে উত্তরাখণ্ডের একাধিক গ্রামে ধস নেমে মৃতের সংখ্যা বেড়েই চলেছে৷ শুধু উত্তরাখণ্ড নয়, উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশের বিক্ষিপ্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭, নিখোঁজ ১৫৷

শনিবার পুলিশ জানিয়েছে, ধসে চাপা পড়া গ্রামগুলি থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে৷ চামোলি এৱং পিথোরাগড় জেলার গ্রামে আরও মৃতদেহ থাকতে পারে বলে পুলিশ আশঙ্কা করছে৷ অন্তত আধদডজন গ্রাম মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বলে সেনা সূত্রে খবর৷ মন্দাকিনী ও নন্দাকিনী-সহ অন্তত ১০টি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে৷ আগামী ৪৮ ঘণ্টা উত্তরাখণ্ডের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে প্রশাসন৷ জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা৷

Advertisement

মেঘভাঙা বৃষ্টির জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাস্তেদ গ্রাম৷ ওই গ্রামে কমপক্ষে ৩০ জন ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা পুলিশের৷ মেঘভাঙা বৃষ্টিতে ভেঙে পড়েছে ৬০টির বেশি বাড়ি৷ কমপক্ষে ২০০টির বেশি গবাদি পশু মারা গিয়েছে৷ উদ্ধারকাজে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, আধা সামরিক বাহিনী এবং সেনার উদ্ধারকারী দল৷ তবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধারকারী দল সব বিপর্যস্ত এলাকায় পৌঁছতে পারছে না৷ উদ্ধারকার্যে নামানো হয়েছে পুলিশ কুকুরও৷ ভারী বৃষ্টির জেরে সড়কের উপর দিয়ে জল বইছে৷ যার জেরে গঙ্গোত্রী ধাম যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে৷ ধসের জেরে চম্বা–ঋষিকেশ ৯৪ নম্বর জাতীয় সড়ক বন্ধ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ