Advertisement
Advertisement

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে ছড়াচ্ছে আতঙ্ক

আতঙ্কে স্থানীয় বাসিন্দারা৷

High tide at Mandarmani, panic spreaded
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 18, 2016 3:21 pm
  • Updated:August 18, 2016 3:21 pm

রঞ্জনকুমার মহাপাত্র: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল দিঘা থেকে কোণ বরাবর ১২-১৩ ফুট উঁচু ঢেউ ওঠার পূর্বাভাস পেতেই গভীর সমুদ্র থেকে মাছ ধরতে যাওয়া প্রায় সমস্ত ট্রলার ফিরে আসছে৷ বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত সমুদ্র উত্তাল হওয়ার পূর্বাভাস পাঠিয়েছে দিঘার সমুদ্র উপকূলে বসা ‘বয়’৷ পাশাপাশি আবহাওয়া দফতরও সমুদ্র উত্তাল হওয়ার পূর্বাভাস জারি করে৷ এদিকে, ষাঁড়ির কটালের ফলে ব্যাপক জলোচ্ছ্বাস শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই৷ বেড়েছে পর্যটকদের ভিড়৷ অন্যদিকে, মৎস্য দফতরের পক্ষ থেকে মৎস্যজীবীদের সব ট্রলারকে ফিরে আসার নির্দেশ পাঠানো হয়৷ ওই পূর্বাভাস পেয়েই ইতিমধ্যে প্রায় সমস্ত ট্রলারই শঙ্করপুর ও পেটুয়াঘাট মৎস্য বন্দরে পৌঁছে গিয়েছে৷ এদিকে বুধবার থেকেই প্রবল বৃষ্টির সঙ্গে উত্তাল সমুদ্রের যোগে দিঘায় শুরু হয়েছে জলোচ্ছ্বাস৷ ভাঙন আরও জোরালো হচ্ছে মন্দারমণি, জলধা, শঙ্করপুর ও দাদনপাত্রবাড় এবং দেশপ্রাণ ব্লকের গোপালপুর-সহ বিস্তীর্ণ সমুদ্র উপকূলবর্তী এলাকায়৷ ফলে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা৷

এ সম্পর্কে রামনগর এক নম্বর ব্লকের বিডিও প্রীতম সাহা জানান, সমুদ্র উত্তাল হওয়ায় ভাঙন জোরালো হয়েছে৷ তবে ব্লক প্রশাসন বিষয়টির উপর কঠোরভাবে নজরে রাখছে৷ জেলা প্রশাসন ইতিমধ্যে সেচ দফতরকে সমুদ্র ভাঙন রোধে কাজ করার নির্দেশ দিয়েছে৷ বৃষ্টি কমলেই সেচ দফতর কাজ করবে৷ ফলে এলাকার মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই৷ মন্দারমণি ও জলধা এলাকায় প্রায় পনেরো ফুট সমুদ্রবাঁধ ইতিমধ্যে সমুদ্রগর্ভে তলিয়ে গিয়েছে৷ মন্দারমণি সমুদ্র পাড়ে থাকা হোটেলগুলির মধ্যে ঢুকে পড়েছে সমুদ্রের জল৷ আতঙ্ক ছড়িয়েছে পর্যটকমহলে৷ তবে জেলা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র ভাঙন সরেজমিনে খতিয়ে দেখা হয়েছে৷ বৃষ্টি ও জলোচ্ছ্বাস কমলে সেচ দফতরকে সমুদ্রবাঁধের ভাঙন রোধের কাজ শুরুর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন৷ বৃহস্পতিবার পূর্ণিমা থাকায় সমুদ্র আরও বেশি উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তাই সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে৷ যদিও ব্লক প্রশাসনের পক্ষ থেকে আতঙ্কিত না হওয়ার জন্যে বারবার ঘোষণা করা হচ্ছে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ