Advertisement
Advertisement

রঙের উৎসবে বিষাদ, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩

বন্ধুর পাইপগানের গুলিতে জখম যুবক।

Holi celebration turns fatal, 3 students drowned in river
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 2, 2018 8:47 pm
  • Updated:September 16, 2019 11:31 am

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: রঙের উৎসবে ছন্দপতন। নদিয়ার নবদ্বীপে ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন তিনজন। একজনের দেহ পরে উদ্ধার হয়। অন্যদিকে এই জেলার চাকদহে দোল খেলার সময় বন্ধুর পাইপগানের গুলিতে জখম হলেন যুবক।

[দিদির মৃতদেহ আগলে ৩ বোন, রবিনস্ট্রিট কাণ্ডের ছায়া বাঁকুড়ায়]

Advertisement

দোল উৎসবে নদিয়ার নবদ্বীপের আলাদা পরিচিতি আছে। দোল খেলার পর অনেকেই ভাগীরথীতে নেমে স্নান করেন। তখনই ঘটে বিপত্তি। নবদ্বীপের তেঘড়িপাড়া মনিপুরঘাট রোডের বাসিন্দা দীপক ঘোষ  বন্ধুদের সঙ্গে বৃহস্পতিবার রং খেলতে গিয়েছিলেন। তারপর বাড়ি ফেরেননি ওই যুবক। রং খেলার পর বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যান। বৃহস্পতিবার রাতেই উদ্ধার হয় দীপকের মৃতদেহ। ওই যুবকের বাড়ির লোকজনের বক্তব্য, দীপকের মৃত্যু রহস্যজনক। পুলিশকে তদন্ত করার দাবি জানিয়েছেন তারা। এই পরিস্থিতির জন্য ঘুরিয়ে বন্ধুদের দিকে আঙুল তুলেছে তারা। নবদ্বীপে মামার বাড়িতে এসে খানিকটা একই পরিনতি হল দশ বছরের শিশুকন্যা পাপিয়া দাসের। বাড়ির লোকজনদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় সে। তার বাড়ি নদিয়ার হরিণঘাটার নগরউখড়ায়। নবদ্বীপের নিদয়াঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় গোপাল ঘোষ (২২) নামে এক যুবক। তাঁর বাড়ি প্রাচীন মায়াপুরের বাবাজি পাড়া এলাকায়। দুজনের হদিশ পেতে ডুবুরি নামিয়ে তল্লাশি  চালানো হয়। তবে শুক্রবার বিকাল অবধি তাদের খোঁজ মেলেনি।

Advertisement

[লালগড়ের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার! বন দপ্তরের ক্যামেরায় অবিশ্বাস্য ছবি]

দোল খেলা ঘিরে রক্তারক্তি কাণ্ড নদিয়ার চাকদহে। বন্ধুর বেআইনি পাইপগানের গুলি লেগে গুরুতর আহত হল এক যুবক। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ ওই যুবকের নাম কিশোর বিশ্বাস (২৪)। তাঁর বাড়ি চাকদহের পশ্চিমপাড়ায়।  বন্ধু তপন দাসের সঙ্গে দোলের দিন দীর্ঘক্ষণ ছিল কিশোর। সেদিন বিকাল চারটে নাগাদ দুই বন্ধু চৌগাছা নতুন বাজারপাড়ায় বসে গল্প করছিল। আচমকাই গুলির শব্দ শুনতে পান এলাকার লোকজন। তারা দেখেন কিশোরের পেটের ডানদিকে গুলি লেগেছে। তখনও ঘটনাস্থলে দাঁড়িয়ে তপন।  যদিও লোকজন দেখে সে পালাতে থাকা। পুলিশ জানিয়েছে, তপনের কাছেই ছিল পাইপগানটি। সেই আগ্নেয়াস্ত্রের বুলেটেই গুলিবিদ্ধ হয়েছেন কিশোর। পুরনো শত্রুতার জেরে তপন তার বন্ধুকে খুনের চেষ্টা করেছে নাকি পাইপগান দেখতে গিয়ে গুলি ছিটকে যায়। তা পুলিশ তা খতিয়ে দেখছে। গুরুতর জখম ওই যুবক বর্তমানে কল্যাণী জেএনএম হাসপাতলে ভরতি। কিশোরের বাবা কৃষ্ণ বিশ্বাস তপনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত তপন পলাতক l

[খাঁড়িতে লুকিয়ে বিপদ, সুন্দরবনে বাঘের হানায় বেঘোরে মৃত্যু মৎস্যজীবীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ