Advertisement
Advertisement

Breaking News

কেরলে বৃদ্ধাকে ছিঁড়ে খেল ৫০টি সারমেয়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার কুকুরের উপদ্রব বেড়েছিল৷ কিন্তু তা যে এমন মর্মান্টিক দুর্ঘটনায় পর্যবসিত হবে, ভাবেননি তিরুবনন্তপুরমের পুল্লুভিলার বাসিন্দারা৷ এক ৬৫ বছরের বৃদ্ধাকে প্রায় ছিঁড়ে খেল প্রায় গোটা পঞ্চাশেক রাস্তার কুকুর৷ মারাত্মক জখম অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর৷ Advertisement শিল্লুআম্মা নামে ওই মহিলা শৌচ করতে ঘরের বাইরে বেরিয়েছিলেন৷ সেইসময় একাধিক কুকুর […]

 In kerala 65 years old woman partly eaten by stray dogs
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 20, 2016 3:26 pm
  • Updated:August 20, 2016 3:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার কুকুরের উপদ্রব বেড়েছিল৷ কিন্তু তা যে এমন মর্মান্টিক দুর্ঘটনায় পর্যবসিত হবে, ভাবেননি তিরুবনন্তপুরমের পুল্লুভিলার বাসিন্দারা৷ এক ৬৫ বছরের বৃদ্ধাকে প্রায় ছিঁড়ে খেল প্রায় গোটা পঞ্চাশেক রাস্তার কুকুর৷ মারাত্মক জখম অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর৷

শিল্লুআম্মা নামে ওই মহিলা শৌচ করতে ঘরের বাইরে বেরিয়েছিলেন৷ সেইসময় একাধিক কুকুর তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে৷ বৃদ্ধার ছেলে তা দেখে মাকে বাঁচাতে ছুটে আসে৷ কিন্তু কুকুরের আক্রমণের হাত থেকে বাঁচতে তাঁকেও সমুদ্রে ঝাঁপ দিতে হয়৷ পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই মৃত্যু হয় তাঁর৷

Advertisement

এরকম মর্মান্তিক ঘটনায় ক্ষুব্ধ প্রতিবেশীরা৷ রাজ্যের রাজধানী থেকে মাত্র তিরিশ মিনিট দূরের এক গ্রামে কী করে এমন ঘটনা ঘটতে পারে তা বিস্মিত করেছে অনেককে৷ দৃশ্যতই রাগত প্রতিবেশীরা বলছেন, রাস্তার কুকুরদের কিছু করা যাবে না, এই সরকারি নিয়মের ফলেই কুকুরের উপদ্রব বাড়ছে৷ কোনও নিয়ন্ত্রণ না থাকার ফলেই এমন মারাত্মক দুর্ঘটনা ঘটল বলে মনে করছেন তাঁরা৷ এই ঘটনার পরপরই আরও এক আরও এক বৃদ্ধের কুকুরের হাতে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে কেরলে৷ পুরো পরিস্থিতি সামাল দিতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে প্রশাসন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ