Advertisement
Advertisement

সন্ত্রাস প্রসঙ্গে অন্য দেশকে ভুল বোঝাচ্ছেন মোদি, তোপ পাকিস্তানের

এই জবাবে পাকিস্তান সন্ত্রাসের সঙ্গে তাদের গাঁটছড়া প্রকারন্তরে স্বীকার করেই নিল বলে ধারণা রাজনৈতিক মহলের৷

 India misleading BRICS Summit on Terrorism, Accuses Pakistan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 17, 2016 12:32 pm
  • Updated:October 17, 2016 12:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিকস সম্মেলনে নাম না করে পাকিস্তানকে তুলোধোনা করেছেন নরেন্দ্র মোদি৷ ভারতের প্রতিবেশী দেশই যে সন্ত্রাসের আঁতুড়ঘর তা দ্বিধাহীনভাবে তুলে ধরেছেন আন্তর্জাতিক মহলের সামনে৷ আর সেই প্রেক্ষিতেই এবার সরব হল পাকিস্তান৷ পাল্টা তোপ দেগে পাকিস্তানের দাবি, পাকিস্তান সম্পর্কে মোদি ভুল বুঝিয়েছেন অন্যান্য দেশগুলিকে৷ কাশ্মীরে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে তা বেমালুম চেপে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাক প্রশাসনের৷

প্রত্যাশামতোই ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবিরোধী আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷ উরি হামলার পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণগুলি বদলাতে শুরু করেছিল৷ আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে কোণঠাসা করার এত বড় প্ল্যাটফর্মকে সঠিকভাবেই কাজে লাগান মোদি৷ নাম না করলেও তাঁর বক্তব্যের তির যে পাকিস্তানের দিকেই ছিল তা বুঝতে অসুবিধা হয়নি৷ আর তারপরই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে পাক প্রশাসন৷ কাশ্মীর প্রসঙ্গে টেনে এনে দুনিয়ার সামনে সন্ত্রাস প্রশ্নে সাফাই দেওয়া শুরু করে দিয়েছে নওয়াজ শরিফ সরকার৷ তাদের দাবি, সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে বিঁধে আসলে বিশ্বকে ভুল বোঝাচ্ছে ভারত৷ কেননা ব্রিকসে অন্যান্য দেশগুলির সামনে কাশ্মীরের হিংসা তুলে ধরা হয়নি৷

Advertisement

পাক প্রধানমন্ত্রীর বিদেশনীতির উপদেষ্টা সরতাজ আজিজ এই প্রসঙ্গে কড়া সমালোচনা করেছেন ভারতের৷ কাশ্মীরকে পাকিস্তানের ভূমি উল্লেখ করে তাঁর দাবি, পাক মাটিতে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাস ব্রিকস ও বিমসটেক-এ চেপে যাওয়া হয়েছে৷ কিন্তু পাকিস্তান ব্রিকস ও বিমসটেক-এর সমস্ত সদস্য দেশগুলির সামনে তা তুলে ধরেছে৷ মোদি যখন ইঙ্গিতে পাকিস্তানকেই সন্ত্রাসে প্রশ্রয়কারী দেশ হিসেবে ব্যাখ্যা করছেন এবং সমস্ত সদস্য দেশগুলিকে একজোট হয়ে সন্ত্রাস বিরোধিতার ডাক দিচ্ছেন, তখন সেই একই অভিযোগ ভারতের বিরুদ্ধেও তুলেছেন আজিজ৷ তাঁর অভিযোগ, পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের জন্য ভারতই অর্থব্যয় করছে৷ তাই সন্ত্রাস বিরোধিতার ডাক দেওয়ার কোনও নৈতিক অধিকারই নেই ভারতের৷

Advertisement

যদিও পাকিস্তানের এই মন্তব্যে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে৷ কেননা, মোদি তাঁর বক্তব্যে কখনও পাকিস্তানের নাম নিয়ে আক্রমণ করেননি৷ কিন্তু পাকিস্তান পাল্টা জবাব দিতে গিযে ভারতকে সরাসরি আক্রমণের রাস্তাই বেছে নিয়েছে৷ ফলে এই জবাবে পাকিস্তান সন্ত্রাসের সঙ্গে তাদের গাঁটছড়া প্রকারন্তরে স্বীকার করেই নিল বলে ধারণা রাজনৈতিক মহলের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ