Advertisement
Advertisement

Breaking News

সাবিনা পার্কে দুরন্ত সেঞ্চুরি রাহানের, রানের পাহাড়ে ভারত

তবে ভারতীয় ব্যাটিংয়ে ঝড়-টর কিছু না থাকলেও আবহাওয়া অফিস থেকে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ কিংস্টনে নাকি ঝড়-বৃষ্টি হতে পারে!

India vs West Indies: Visitors in control after Ajinkya Rahane ton on Day 3
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 2, 2016 2:09 pm
  • Updated:August 2, 2016 3:58 pm

ওয়েস্ট ইন্ডিজ – প্রথম ইনিংস -১৯৬ অলআউট

ভারত – প্রথম ইনিংস -৫০০/৯ (ডিঃ), রাহানে নট আউট – ১০৮

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাবিনা পার্কে তৃতীয় দিনের খেলা যখন শুরু হল, গ্যালারিতে স্রেফ কয়েকজন দর্শক! নির্মম হলেও এটাই বাস্তব যে, ক্রিকেট থেকে মুখ ফিরিয়েছেন ক্যারিবিয়ানরা৷

Advertisement

সকালে খেলা শুরুর মিনিট কুড়ির মধ্যে মিগুয়েল কামিন্সকে বাউন্ডারিতে পাঠিয়ে হাফ সেঞ্চুরিতে পৌঁছলেন অজিঙ্ক রাহানে৷ গ্যালারিতে লোকই নেই যে হাততালি পাবেন! সেটা এল ভারতীয় ড্রেসিংরুম থেকে৷ বাঙ্গার, কুম্বলেরা উঠে দাঁড়ালেন৷ রাহানে তাই সেদিকে ব্যাট তুললেন৷

কিংস্টনে দুরন্ত সেঞ্চুরির পর উচ্ছ্বাস রাহানের
কিংস্টনে দুরন্ত সেঞ্চুরির পর উচ্ছ্বাস রাহানের

আগেরদিন ৮৮ ওভারে ভারত তুলেছিল ২৩২ রান৷ চার উইকেটে৷ ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স বলেছেন, দিনে ২৭০ রান উঠবে, তাঁরা ধরে নিয়েছিলেন৷ তার থেকে কম রান হওয়া মানে তাঁর বোলারদের কৃতিত্ব৷ কিন্তু সিরিজে এগিয়ে থাকা দল এত স্লো খেলবে কেন? ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ে দুম করে হোল্ডিং, রবার্টসরা যোগ দিলেন নাকি? তবে ভারতীয় ব্যাটিংয়ে ঝড়-টর কিছু না থাকলেও আবহাওয়া অফিস থেকে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ কিংস্টনে নাকি ঝড়-বৃষ্টি হতে পারে!

রাহুল আগেরদিন দারুণ খেললেন৷ গ্যাব্রিয়েল তাঁকে তুলে নেওয়ার আগে করে গেলেন ১৫৮ রান৷ টেস্টে এটি তাঁর তৃতীয় শতরান৷ পুজারা ৪৬ রানে রান আউট হয়ে যাওয়ার পর রাহুল অবিচল থেকে ভারতকে লম্বা লিডের দিকে নিয়ে যান৷ পনেরোটি বাউন্ডারি ও তিনটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন তিনি৷

দ্বিতীয় উইকেটে পুজারার সঙ্গে ১২১ রান যোগ করেছেন রাহুল৷ পরে বিরাটের সঙ্গে তিনি যোগ করেন ৬৯ রান৷ ৯০ বলে ৪৪ রান করে ফিরে গিয়েছিলেন বিরাট৷ স্পিনার চেসকে খেলতে গিয়ে চন্দ্রিকার হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক৷ আগের টেস্টে সেঞ্চুরি করা অশ্বিন বিশুর বলে তিন রানে ফিরে গিয়েছেন৷ এরপর রাহানে আর ঋদ্ধিমান সাহা মিলে প্রায় ১৩ ওভার কাটিয়ে দিয়েছিলেন দলকে সমস্যায় না ফেলেই৷

আগেরদিন সকালে রাহুল আর পুজারা যেভাবে শুরু করেছিলেন, সেভাবেই তৃতীয় দিনের সকালটা কাটালেন রাহানে আর ঋদ্ধিমান৷ ভারতের এই ইনিংসে সব ব্যাটসম্যানই প্রচুর বল খেলেছেন৷ রাহানে আর ঋদ্ধিমানও ব্যতিক্রম থাকলেন না৷ দুজনেই সকালটা দেখে খেললেন৷ দেখে মনে হয়নি রান তোলার কোনও তাড়া আছে তাঁদের৷ লাঞ্চের আগেই অবশ্য ঋদ্ধিমান ৪৭ রানে আউট৷ অমিত মিশ্রও বেশিক্ষণ টিকতে পারেননি৷ তিনি আউট হন ২১ রানে৷ উল্টোদিকে, রাহানে কিন্তু দুরন্ত ছন্দে ব্যাট করে গেলেন শেষপর্যন্ত৷ সেঞ্চুরি করলেন৷ নট আউট থেকে থেকে গেলেন ১০৮ রানে৷ উমেশ যাদব (১৯) আউট হওয়ার পরই দলের ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন বিরাট৷ চা পান পর্যন্ত ভারত করেছে ৫০০/৯ (ডিঃ)৷ ভারত প্রথম ইনিংসে ৩০৪ রানের ব্যবধানে এগিয়ে৷

কুম্বলেরা অ্যাণ্টিগায় জিতেছেন ইনিংস ও ৯২ রানে৷ সাবিনা পার্কেও তাঁদের খেলা দেখে মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস খেলার ইচ্ছে নেই কারও৷ উইকেট ক্রমশ স্লো হয়ে আসছে৷ অশ্বিন কিন্তু দুরন্ত ছন্দে আছেন৷ সঙ্গে আছেন অমিতও৷ সুতরাং অ্যাডভাণ্টেজ ভারত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ