Advertisement
Advertisement

Breaking News

দশ জেলার টেট উত্তীর্ণদের ইন্টারভিউয়ের দিন ঘোষণা

আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রক্রিয়া চলবে ২৮ অক্টোবর পর্যন্ত৷

Interview dates has been declared for TET clearer
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 19, 2016 11:17 am
  • Updated:July 25, 2022 12:51 pm

স্টাফ রিপোর্টার: প্রাথমিকে নিয়োগ হবে চারটি ধাপে৷ হাই কোর্টের নির্দেশ মেনে প্রথমেই নিয়োগে অগ্রাধিকার পাবেন যোগ্য প্রশিক্ষিত প্রার্থীরা৷ তার পর পর্যায়ক্রমে সুযোগ দেওয়া হবে অর্ধ প্রশিক্ষিত (এক বছরের প্রশিক্ষণ) ও সংরক্ষিত প্রার্থীদের৷ বাকি ফাঁকা থেকে যাওয়া আসনে নিয়োগের সুযোগ পাবেন প্রশিক্ষণহীন প্রার্থীরা৷ মঙ্গলবার জেলা স্কুল পরিদর্শক (ডিআই)-দের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ছিলেন স্কুলশিক্ষা দফতর ও প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তারা৷ বৈঠক শেষে শিক্ষামন্ত্রী একথা ঘোষণা করেন৷ তিনি এদিন দশ জেলার প্রার্থীদের ইন্টারভিউয়ের দিনও ঘোষণা করেন৷ ইতিমধ্যেই পর্ষদের তরফে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ, স্ক্রুটিনি ও ভেরিফিকেশন প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রক্রিয়া চলবে ২৮ অক্টোবর পর্যন্ত৷

মন্ত্রী জানান, সকল উত্তীর্ণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে৷ আগামী ২১ অক্টোবর মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলায় ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট হবে৷ ২২ অক্টোবর বাঁকুড়া ও  ২৪ অক্টোবর জলপাইগুড়ি জেলায় এই প্রক্রিয়া চলবে৷ অন্যান্য জেলাগুলিতে কবে ইন্টারভিউ হবে, তা শীঘ্রই ঘোষণা করা হবে৷ তবে বর্ধমান, পূর্ব মেদিনীপুর, কোচবিহারে উপনির্বাচন রয়েছে৷ ওই জেলাগুলিতে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে ইন্টারভিউ হতে পারে৷ তবে বাকি প্রক্রিয়া ভোটের পরই সম্পন্ন হবে৷ তিনি  আরও জানান, প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত শুরু হচ্ছে৷ স্কুল সার্ভিস কমিশনের উচ্চপ্রাথমিকে নিয়োগের টেটে উত্তীর্ণদের ইন্টারভিউ প্রক্রিয়া তার পরে হবে৷ টেট উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে এসএমএস ও ইমেল মারফত ইন্টারভিউয়ের সংক্রান্ত যাবতীয় তথ্য ১৯ থেকে ২৮ অক্টোবরের মধ্যে জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ পরীক্ষায় বসার আবেদন জানানোর সময়ে প্রার্থীর দেওয়া রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ইমেল আইডিতে বিস্তারিত বিবরণ জানিয়ে দেওয়া হবে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ