Advertisement
Advertisement

ভিডিওয় জেহাদের পাঠ দিচ্ছে প্রথম মহিলা আইএস মুখপাত্র!

বড় মতলব আঁটার চেষ্টা করছে জঙ্গিরা৷

Islamic State gets first female spokesperson to lure women to jihad
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 18, 2016 4:58 pm
  • Updated:August 18, 2016 5:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন পর্যন্ত আইএস জঙ্গি আস্তানায় মহিলাদের ভূমিকা ছিল কেবল যৌনদাসী হয়ে জঙ্গিদের লালসা মেটানো এবং সন্তান উৎপাদন করে জঙ্গিদের দলকে আরও সমৃদ্ধ করে তোলা৷ কিন্তু এবার বোধহয়, আইএস ডেরাতেও এল পরিবর্তন৷ জেহাদের পথে মহিলাদের উদ্বুদ্ধ করতে প্রথমবার আইএস ভিডিওতে দেখা মিলল এক মহিলার৷ প্রথমবার আইএস মুখপাত্র হিসাবে একজন মহিলার আবির্ভাব বিষয়টি বেশ চমকপ্রদ হলেও, এর পিছনে বড় মতলব আঁটার চেষ্টা করছে জঙ্গিরা৷ অন্তত এমনটাই মত অভিজ্ঞমহলের৷

মহিলার মাধ্যমেই এই জঙ্গিগোষ্ঠী মহিলাদের নিজেদের পথের প্রতি আকৃষ্ট করতে চাইছে বলে মনে করা হচ্ছে৷ আইএসআইএস জঙ্গিদের সদ্য প্রকাশিত ভিডিওটিতে দেখা গিয়েছে, আপাদমস্তক বোরখায় ঢাকা একজন মহিলা জেহাদের কথা ঘোষণা করছে এবং মহিলাদের তাদের সঙ্গে যোগ দেওয়ার পরামর্শ দিচ্ছে৷ এর আগে অবধি আইএস ভিডিওগুলিতে কেবল পুরুষদেরই দেখা যেত৷ কিন্তু এবার ঘটল ব্যক্তিক্রম৷

Advertisement

শুধু তাই নয়, সম্প্রতি আইএস জঙ্গিদের পক্ষ থেকে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে৷ সেই ম্যাগাজিনের নাম, ‘ম্যাজেস্টিক’৷ মহিলা পাঠকদের উদ্দেশ্য করেই এই বই প্রকাশ করা হয়েছিল বলে জানা গিয়েছে৷

Advertisement

মহিলাদের নিজেদের ভাবধারায় অনুপ্রাণিত করতে কোনও কসুর রাখছে না জঙ্গিরা৷ অন্যদিকে বহু কিশোরী এবং যুবতী নিজেদের বাড়ি, পরিবার এবং সুস্থ জীবনযাপন ছেড়ে জেহাদের পথ বেছে নিতে সিরিয়ায় পাড়ি দিচ্ছেন বলেও জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ