Advertisement
Advertisement

Breaking News

কানহাইয়া, উমর-সহ ২১ জনের রেজিস্ট্রেশন আটকালো জেএনইউ

রেজিস্ট্রেশন ব্লক করে রাখার বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি কর্তৃপক্ষের তরফে৷

JNU blocks registration of Kanhaiya, Umar Khalid and 19 others
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2016 3:21 pm
  • Updated:July 20, 2016 3:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানহাইয়া কুমার সহ- ২১ জন ছাত্র-ছাত্রীর রেজিস্ট্রেশন ব্লক করল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ চলতি বছরে ৯ ফেব্রুয়ারি দেশের এই নামী বিশ্ববিদ্যালয়ে দেশ বিরোধী স্লোগান দেওয়া এবং বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য বিস্তর বিতর্ক তৈরি হয়৷ এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জেএনইউ ছাত্র সাংসদ কানহাইয়া কুমার, উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্য-সহ বেশ কিছু ছাত্র-ছাত্রীকে প্রাথমিকভাবে সাসপেন্ড করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ পরবর্তী সেমিস্টারের জন্য আটকে দেওয়া হয় তাঁদের রেজিস্ট্রেশন৷

এর পাশাপাশি কানহাইয়া এবং উমরদের প্রাথমিকভাবে আর্থিক জরিমানাও করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ কিন্তু ঘটনায় অভিযুক্ত ছাত্র-ছাত্রীরা এই জরিমানা দিতে অস্বীকার করেন এবং ক্যাম্পাস চত্বরেই অনশন শুরু করেছিলেন৷

Advertisement

যদিও এই গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ রেজিস্ট্রেশন ব্লক করে রাখার বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি কর্তৃপক্ষের তরফে৷

Advertisement

এই ঘটনায় অতি-বামপন্থী ছাত্র-ছাত্রীদের পাশাপাশি জেএনইউ’র এবিভিপি নেতা সৌরভ শর্মার নামও উঠে এসেছে৷ মূলত, বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিরোধিতা করায় তাঁকেও জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷

যদিও বাম ছাত্র-ছাত্রীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন৷ দিল্লি হাই কোর্ট গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয়কে বাড়তি হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিল, তা সত্ত্বেও কর্তৃপক্ষের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা না ভেবে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ