Advertisement
Advertisement

Breaking News

জেএনইউ-তে এবার বামপন্থী ছাত্রর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

তাঁর এই কুকীর্তি প্রকাশ্যে আসতেই প্রাথমিকভাবে আইসা’র তরফে আনমোলের পার্টির সদস্যপদ বাতিল করা হয়েছে৷

JNU scholar allegedly drugged, raped by fellow student in hostel
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 22, 2016 4:10 pm
  • Updated:August 22, 2016 4:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বিতর্কের কেন্দ্রে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়৷ এবার এক ছাত্রীকে মাদক দিয়ে, অবচেতন করে ধর্ষণ করার অভিযোগ উঠল এক বামপন্থী ছাত্রের বিরুদ্ধে৷

জেএনইউ’র পিএইচডি স্কলার সেই ছাত্রী, গত রবিবার দিল্লির বসন্ত কুঞ্জ থানায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনমোল রতনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন৷

Advertisement

অভিযোগে পিএইচডি প্রথম বর্ষের ছাত্রী লিখেছেন, ‘সাইরাত’ নামক একটি সিনেমার সিডি খুঁজছিলেন তিনি৷ আর সেই সিডি চেয়ে তিনি একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন৷ তাঁর ওই পোস্টটির উত্তরে আনমোল বলেন, তাঁর কাছে ওই সিনেমার সিডি রয়েছে এবং সেটি তিনি ওই ছাত্রীকে দিতে পারেন৷

Advertisement

সিনেমার সিডি নিতে ছাত্রী ব্রহ্মপুত্র হোস্টেলে আনমোলের সঙ্গে দেখা করতে যান৷ আর তখনই আনমোল তাঁকে ঠাণ্ডা পানীয় খেতে দেন৷ ছাত্রীর দাবি, ওই পানীয়তে ড্রাগ জাতীয় কিছু মেশানো ছিল৷ আর তাই ওই পানীয় খেয়েই তিনি জ্ঞান হারান৷ এই সুযোগে আনমোল তাঁকে ধর্ষণ করেন এবং ছাত্রীকে হুমকি পর্যন্ত দেন৷ ছাত্রী যাতে পুলিশের কাছে অভিযোগ জানাতে না পারেন, সেই জন্যই আনমোল তাঁকে হুমকি দিয়েছিলেন৷

বামপন্থী ছাত্র সংগঠন আইসা’র সদস্য আনমোল বিশ্ববিদ্যালয়ে একজন সক্রিয় আন্দোলনকারী হিসাবে পরিচিত৷ তাঁর এই কুকীর্তি প্রকাশ্যে আসতেই প্রাথমিকভাবে আইসা’র তরফে আনমোলের পার্টির সদস্যপদ বাতিল করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ