Advertisement
Advertisement

Breaking News

সেনার গুলিতে খতম হিজবুল নেতা, থমথমে কাশ্মীর

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্ঘর্ষে মৃত ৩, খবর সূত্রের

Kashmir tense after Hizbul leader Burhan Wani's killing, Amarnath yatra suspended
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2016 4:38 pm
  • Updated:December 1, 2020 3:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনার গুলিতে ‘মোস্ট ওয়ান্টেড’ হিজবুল মুজাহিদিন নেতা বুরহান ওয়ানির মৃত্যুতে থমথমে কাশ্মীর৷ শ্রীনগর-সহ অন্যান্য স্থানে কারফিউ জারি করা হয়েছে৷ নিরাপত্তার স্বার্থে আপাতত স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা৷

সঈদ আলি শাহ গিলানি, উমর ফারুক, মহম্মদ ইয়াসিন মালিকের মতো বিচ্ছিন্নতবাদী নেতাদের গৃহবন্দী করা হয়েছে৷ আজ কাশ্মীর জুড়ে বনধের ডাক দিয়েছেন হুরয়্ত নেতারা৷ শুক্রবার বিকেলে ইন্টেলিজেন্স ব্যুরো সূত্রে খবর পেয়ে সেনা-পুলিশ যৌথ অভিযানে বুরহান-সহ তিন জঙ্গিকে নিকেশ করে৷ বুরহানের শেষকৃত্যে যোগ দিতে আজ কয়েক হাজার মানুষের জমায়েত কেন্দ্রীয় গোয়েন্দা ও সেনাকে চিন্তায় ফেলে দিয়েছে৷

Advertisement

বিচ্ছিন্নতাবাদী নেতার বুরহানের মৃত্যুর প্রতিবাদে পুলিশের সঙ্গে সঙ্ঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা৷ পুলিশের সঙ্গে সঙ্ঘর্ষে তিনজনের মৃত্যুর খবর মিলেছে অসমর্থিত সূত্রে৷ কয়েকটি স্থানীয় সংবাদ চ্যানেল ও রেডিও বুরহান ওয়ানির বক্তব্য রিলে করে শোনানো হচ্ছে বলে খবর সংবাদসংস্থা সূত্রে৷ স্থানীয় সূত্রে খবর, গত কয়েক বছরে আজাদ কাশ্মীরের দাবি তুলে বিচ্ছিন্নতাবাদীদের ‘পোস্টার বয়’ হয়ে উঠেছিল ২২ বছরের বুরহান৷ কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে কাশ্মীরে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করে দেওয়া হয়েছে৷ কাশ্মীরে বারামুল্লা থেকে বানিহাল ট্রেন পরিষেবাও স্তব্ধ৷

Advertisement

পুলিশ সূত্রে খবর, শ্রীনগরের ছয়টি পুলিশ স্টেশনে, পুলওয়ামা ও অনন্তনাগে কারফিউ জারি রয়েছে৷ শুক্রবার রাতে বুরহানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করে৷ জম্মু বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে৷ বন্ধ পেট্রল পাম্প, বাজার, অফিস৷ সরকারি দফতর খোলা থাকলেও উপস্থিতির হার কম৷ স্কুল-কলেজও বন্ধ রাখা হয়েছে৷ কাশ্মীর সেন্ট্রাল ইউনিভার্সিটির সমস্ত পরীক্ষা স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ