Advertisement
Advertisement

Breaking News

ব্রিজ সংস্কার

বাঘাযতীন, কালীঘাট-সহ কলকাতার ৮টি ব্রিজ জরুরি মেরামতির সিদ্ধান্ত KMDA’র

আগামী মাস থেকেই পর্যায়ক্রমে ব্রিজগুলির মেরামতির কাজ শুরু হবে যাবে।

KMDA to repair 8 vulnerable Flyovers of Kolkata from next month
Published by: Subhamay Mandal
  • Posted:July 3, 2020 11:13 am
  • Updated:July 3, 2020 5:55 pm

কৃষ্ণকুমার দাস: কলকাতার বাঘাযতীন, চিংড়িঘাটা ও কালীঘাট উড়ালপুলের পরিকাঠামো দূর্বল থাকায় জরুরি মেরামতি শুরুর সিদ্ধান্ত নিল কেএমডিএ। এছাড়া ‘স্বাস্থ্যপরীক্ষা’ করা শিয়ালদহ, বিজন সেতু, উল্টোডাঙা, অরবিন্দ সেতু-সহ অন্য পাঁচটি উড়ালপুলও সংস্কার করবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। এই আটটি উড়ালপুলের মধ্যে বাঘাযতীনে রেললাইনের উপরে ২০০০ ও ২০১০ সালে তৈরি দু’টি পৃথক ব্রিজের নির্মানেই বড়মাপের গলদ রয়েছে। বস্তুত সেই কারণে রেললাইনের উপরের ব্যস্ততম উড়ালপুল না ভেঙে একাধিক নতুন পিলার দিয়ে কার্যত নতুন চেহারা দেওয়া হবে বলে বৃহস্পতিবার কেএমডিএ চেয়ারম্যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। আগামী মাস থেকেই পর্যায়ক্রমে ব্রিজগুলির মেরামতির কাজ শুরু হবে যাবে।

মাঝেরহাট ব্রিজ ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ভেঙে পড়ার পরই কলকাতার পুরোনো সমস্ত উড়ালপুলের ‘স্বাস্থ্যপরীক্ষা’র জন্য বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করে নগরোন্নয়ন দপ্তর। এর মধ্যে আটটি উড়ালপুল শহরের পরিকাঠামোর ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ ও যানবাহনের ভার সামাল দিতে দ্রুত মেরামতি জরুরি বলেই কেএমডিএ-এর চেয়ারম্যানকে রিপোর্ট দেয় বিশেষজ্ঞ কমিটি। উড়ালপুলগুলি হল- শিয়ালদহ, উল্টোডাঙা, বিজন সেতু, অরবিন্দ সেতু, কালীঘাট ব্রিজ, বাঘাযতীন ব্রিজ, টালিগঞ্জ ব্রিজ ও চিংড়িঘাটা উড়ালপুল। রিপোর্টের কার্যকারিতা নিয়ে এদিন সল্টলেকে দীর্ঘ বৈঠক করেন ফিরহাদ। বাম আমলে তৈরি বাঘাযতীনের দু’টি ফ্লাইওভারের নির্মাণের গুণমাণ যথেষ্ট খারাপ বলে রিপোর্ট দিয়েছে কমিটি। রাত সোয়া আটটায় বৈঠক শেষ হয়। পুরমন্ত্রী ফিরহাদ জানান, “শিয়ালদহ, বিজন সেতু-সহ পাঁচটি ব্রিজ সামান্য মেরামতি করলেই আপাতত কোনও ঝুঁকি থাকবে না। কিন্তু কালীঘাট ব্রিজটি প্রায় ৫০ বছরের বেশি পুরোনো। সেটির খোলনলচে কিছুটা বদলে দিয়ে মেরামতি করবেন ইঞ্জিনিয়াররা।

Advertisement

[আরও পড়ুন: ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরুর পরই বউবাজারে আবার ফাটল, কর্তৃপক্ষের জবাব তলব হাই কোর্টের]

চিংড়িঘাটাতেও দু’টি বাঁকে সামান্য ত্রুটি রয়েছে। সেই ত্রুটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়র দিয়ে কিভাবে মেরামত করা হবে তা নিয়ে বৈঠকে বিস্তারিত কথা হয়েছে।” চিংড়িঘাটায় অবশ্য নতুন দীর্ঘ উড়ালপুল হবে নিউটাউন পর্যন্ত। কিন্তু সেই ফ্লাইওভারের ডিপিআর তৈরি হয়ে কাজ শুরু হতে আরও দু’বছর লাগবে। আপাতত মেরামত করে ফিট সার্টিফিকেট নিয়ে পুরনো উড়ালপুলে গাড়ি চলবে। মহানগরের ৪৮টি ব্রিজ কেএমডিএ রক্ষণাবেক্ষণ করে তার মধ্যে ১৫টি ঝুঁকিপূর্ণ বলে ‘স্বাস্থ্যপরীক্ষা’ করে। প্রথম ধাপে আটটি পুরোনো ব্রিজের রিপোর্টে সিদ্ধান্ত নিল নগরোন্নয়ন দপ্তর।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ