Advertisement
Advertisement

Breaking News

কাশ্মীরে অশান্তির পিছনে পাকিস্তান, তথ্যপ্রমাণ দিল NIA

আলির স্বীকারোক্তি পেয়েই পাক হাই কমিশনারকে সমন পাঠিয়েছে ভারত৷

Lashkar-e-Taiba fuelling large scale protests in Kashmir
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2016 6:46 pm
  • Updated:August 10, 2016 6:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কাই সত্যি হল! জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বুধবার স্পষ্ট জানিয়ে দিল, কাশ্মীরে অশান্তির পিছনে লস্কর জঙ্গিদের প্রত্যক্ষ মদত রয়েছে৷ ভূ-স্বর্গে অশান্তি জিইয়ে রাখতে লস্কর প্রচুর অস্ত্র সরবরাহ ও টাকা বিনিয়োগ করছে৷

এনআইএ-র আইজি সঞ্জীব কুমার বিশ্বাস আজ বলেছেন, “কাশ্মীর উপত্যকাকে অশান্ত করছে লস্কর জঙ্গিরা৷ তাদের পিছনে মদত রয়েছে পাক সেনার৷” আজ দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে একথা বলেন তিনি৷ তিনি আরও জানিয়েছেন, পাক সেনা কর্তারা সাধারণ পোশাকে লস্কর জঙ্গি ঘাঁটিগুলিতে যাচ্ছে৷ লস্কর জঙ্গিরা তাদের মেজর সাহেব না ক্যাপ্টেন বলে ডাকে৷

Advertisement

(ধৃত জঙ্গির স্বীকারোক্তিতে পাক-সন্ত্রাসের প্রমাণ)

Advertisement

এদিনের বৈঠকে এনআইএ-র তরফে ধৃত লস্কর জঙ্গি বাহাদুর আলির স্বীকারোক্তির ভিডিও প্রকাশ করা হয়৷ গত ২৫ জুলাই আলিকে গ্রেফতার করে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষাবাহিনী৷ জেরার মুখে আলি স্বীকার করেছে, জামাত-উদ-দাওয়া ও লস্কর তাকে নিয়োগ করেছিল৷ তাকে তিন দফায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিভিন্ন জঙ্গি ক্যাম্পে৷ আলি স্বীকার করেছে, পাকিস্তানে বহু লস্কর ক্যাম্পে অন্তত ৩০-৫০ জন করে অস্ত্রশস্ত্র চালনায় দক্ষ জঙ্গি অপেক্ষা করছে ভারতে হামলা চালানোর জন্য৷ আফগানিস্তান-সহ বিভিন্ন দেশে তাদের প্রশিক্ষণ হয়৷ পাক সেনা কর্তারা মাঝেমধ্যেই জঙ্গি ঘাঁটিতে আসেন বলে স্বীকার করেছে আলি৷

আলির স্বীকারোক্তি পেয়েই পাক হাই কমিশনারকে সমন পাঠিয়েছে ভারত৷ ‘ক্রস বর্ডার টেররিজম’-এ অভিযুক্ত পাকিস্তান যে জঙ্গিদের মদত দিচ্ছে, তার অকাট্য প্রমাণ পেশ করেছে ভারত৷ আবদুল বসিতকে চিঠি লিখে ধৃত জঙ্গি আলির স্বীকারোক্তি জানানো হয়েছে৷

(অমরনাথ যাত্রাপথে হামলা চালাতে পারে ৩০০ পাক জঙ্গি!)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ