Advertisement
Advertisement

আন্তঃরাজ্য পরিষদীয় বৈঠক শেষে কেন্দ্রের সমালোচনায় মুখ্যমন্ত্রী

আন্তঃরাজ্য বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী যে একদম সন্তুষ্ট নন, সে কথা এদিন স্পষ্ট করে দেন তিনি৷

Mamata banerjee slams central govt after inter state council meeting
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 16, 2016 7:11 pm
  • Updated:July 16, 2016 9:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তঃরাজ্য বৈঠকে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু দিনের শেষে তার তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘোষিত প্রস্তাবে যে রাজ্যগুলিরর ক্ষতি হবে এমনটাই মনে করছেন তিনি৷

 বিভিন্ন সরকারী প্রকল্পের ক্ষেত্রে সুবিধা পেতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ পরিসংখ্যান দিয়ে তিনি দেখান অন্তত দেশের মোট জনসংখ্যার প্রেক্ষিতে ৭৯ শতাংশ আধার তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে৷ আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্কিং পরিষেবার সংযুক্তি হলে সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে বলেও দাবি করেন তিনি৷ তাঁর এই প্রস্তাবকে এদিন তুলোধনা করেন মুখ্যমন্ত্রী৷ তাঁর প্রশ্ন, যেখানে রাজ্যে ব্যাঙ্ক ও পোস্ট অফিসই নেই সেখানে এই প্রস্তাব কীভাবে কার্যকরী করা সম্ভব৷

Advertisement

আন্তঃরাজ্য বৈঠকের সূচি আগে থেকেই ঠিক ছিল বলেও অভিযোগ তোলেন তিনি৷ তাঁর দাবি, এ নিয়ে রাজ্যের সঙ্গে কোনও আলোচনাই করা হয়নি৷ দশ বছর পরে এই বৈঠক ডাকা হয়েছে৷ কিন্তু রাজ্যের সঙ্গে আলোচনার বিষয় আগে ঠিক করে নেওয়া হয়নি৷ রাজ্যের কী প্রয়োজন বা প্রয়োজন নয়, তা বলার কোনও সুযোগই ছিল না বলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর মতে, রাজ্যের সঙ্গে আলাপ আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত জানানো হচ্ছে৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রকে পিতা ও রাজ্যগুলিকে তার সন্তান হিসেবে তুলনা করে মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যগুলি ঠিকঠাক না চললে কেন্দ্রও ঠিক চলতে পারবে না৷ কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় যে প্রকল্পগুলি চলছে সেগুলির বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ জানান৷ এতে রাজ্যের কাজ করতে অসুবিধা হচ্ছে৷

Advertisement

আইন শৃঙ্খলা প্রসঙ্গেও এদিন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, জঙ্গিদমন করা নিয়ে কেন্দ্র রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করতে চাইছে৷ সীমান্ত সংক্রান্ত ইস্যু হোক বা গোপন তথ্য জানানোর ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সমণ্বয় থাকা উচিত বলেও মনে করেন তিনি৷ কিন্তু তাই বলে রাজ্যের আইন ব্যবস্থায় কেন্দ্রের হাত দেওয়া উচিত নয়৷ সব মিলিয়ে আন্তঃরাজ্য বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী যে একদম সন্তুষ্ট নন, সে কথা এদিন স্পষ্ট করে দেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ