Advertisement
Advertisement

সংখ্যালঘু বৃত্তি নিয়ে মোদিকে চিঠি মমতার

রাজ্যের সংখ্যালঘুদের বৃত্তির টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার ক্ষমতা কেন্দ্র যাতে রাজ্যের হাতে দেয়, চিঠিতে সেই দাবি জানিয়েছেন মমতা৷

Mamata Banerjee writes to PM Modi over Minority Scholarship
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 26, 2016 9:21 am
  • Updated:June 24, 2022 2:20 pm

নন্দিতা রায়: রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বৃত্তির টাকা পেতে সমস্যার কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ রাজ্যের প্রায় চার লক্ষ সংখ্যালঘু ছাত্রছাত্রী যে ‘ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল’ থেকে বৃত্তির আবেদন করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে, সে কথা জানিয়ে এর আগেও রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে বারবার জানানো হয়েছে৷ কিন্তু কোনও সুরাহা হয়নি৷ এই অবস্থায় রাজ্যের সংখ্যালঘুদের বৃত্তির টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার ক্ষমতা কেন্দ্র যাতে রাজ্যের হাতে দেয়, চিঠিতে সেই দাবি জানিয়েছেন মমতা৷
উল্লেখ্য, এর আগে তৃণমূল সাংসদরা পূর্বতন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নাজমা হেপতুল্লার বাড়িতে গিয়ে এই বিষয়ে আলোচনা করেছিলেন৷ কেন্দ্র সরকারের স্কলারশিপ পোর্টালটি দীর্ঘদিন ধরেই ‘জাঙ্ক পোর্টাল’ হয়ে রয়েছে বলেই জানা গিয়েছে৷ এদিকে সোমবারই মমতা দিল্লি সফরে এসেছেন৷ দলনেত্রীর দিল্লি সফরকে কেন্দ্র করে সংসদেও তৃণমূল সাংসদরা চাঙ্গা হয়ে উঠেছেন৷ তৃণমূল যে সংসদে নিজেদের প্রধান বিরোধী দলের আসনে প্রতিষ্ঠা করতে চায়, এবারের বাদল অধিবেশনের প্রথমদিন থেকেই ইঙ্গিত দিয়েছে তারা৷ সোমবাবই রাজ্যসভায় দলিতদের উপর অত্যাচার-সহ নানা ইস্যুতে ওয়াক আউট করেন তৃণমূল সাংসদরা৷ বিভিন্ন রাজ্যে এই ধরনের ঘটনায়. প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে হবে বলেও এদিন তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভায় দাবি জানানো হয়৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ