BREAKING NEWS

১২ আশ্বিন  ১৪২৭  মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২০ 

Advertisement

উন্নয়নের খোঁজ নিতে আজ রাঢ়বঙ্গে সফর মমতার

Published by: Sangbad Pratidin Digital |    Posted: August 2, 2016 10:13 am|    Updated: August 2, 2016 10:13 am

An Images

স্টাফ রিপোর্টার: তিনদিনের জেলা সফরে আজ রাতে পুরুলিয়া পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সঙ্গে আসছে গোটা প্রশাসনিক টিম৷ এই সফরে মুখ্যমন্ত্রী পুরুলিয়া, বীরভূম ও বর্ধমান জেলায় প্রশাসনিক বৈঠক করবেন৷

তিন জেলার উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা রয়েছে৷ আজ বিকেলে হাওড়া থেকে পুরুলিয়া এক্সপ্রেসে মুখ্যমন্ত্রী রওনা হবেন৷ তাঁর সঙ্গে থাকবেন মুখ্যসচিব-সহ বিভিন্ন দফতরের প্রধান সচিব, একাধিক মন্ত্রী ও অফিসাররা৷ ইতিপূর্বে একবার মালদহ সফরে গোটা প্রশাসন এভাবেই ট্রেনে মালদহ গিয়েছিল৷ সেই অর্থে অভিনব সফর৷ প্রশাসন সূত্রে যা সূচি পাওয়া গিয়েছে, তাতে আজ রাতে মুখ্যমন্ত্রী এসে পৌঁছবেন পুরুলিয়া৷ বুধবার রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক৷ জেলা প্রশাসন জানিয়েছে, কোনও সরকারি সভা না থাকলেও বৈঠক থেকেই একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হবে৷ এই কর্মসূচির পর সড়কপথেই মমতার বীরভূম যাওয়ার কথা৷ পুরুলিয়ার জেলাশাসক তন্ময় চক্রবর্তী বলেন, “প্রস্তুতিপর্ব চূড়ান্ত৷ প্রশাসনিক বৈঠক ছাড়াও মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন৷”

মুখ্যমন্ত্রীর এই সফর সিপিআই (মাওবাদী)-র শহিদ সপ্তাহের (২৮ জুলাই-৩ আগস্ট) মধ্যেই৷ তবে জঙ্গলমহলে মাওবাদীদের সংগঠন একেবারে তলানিতে৷ তাই এই শহিদ সপ্তাহের কোনও প্রচার-ই নেই৷ তবে পুলিশ একেবারেই হালকা ভাবে নিচ্ছে না৷ মুখ্যমন্ত্রী ও অন্যান্যদের সফর উপলক্ষে যথাযথ ব্যবস্থা রাখা হচেছ৷ বস্তুত, দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রশাসনিক বৈঠকগুলির অভিমুখ অনেকটাই বদলে দিয়েছেন মমতা৷ একদিকে তিনি যেমন সরকারি স্তরে জমে থাকা ঘুঘুর বাসা ভাঙতে উদ্যোগী হয়েছেন, তেমনই কাজের কৈফিয়ত চাইছেন সরাসরি৷ ইতিপূর্বেই প্রায় আট-ন’টি জেলার প্রশাসনিক বৈঠক সম্পন্ন হয়ে গিয়েছে৷ বাকিগুলি দ্রুততার সঙ্গে পুজোর আগেই শেষ করতে চাইছেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement