Advertisement
Advertisement

Breaking News

মন্ত্রীদের রাত বারোটা পর্যন্ত মোবাইল খুলে রাখার নির্দেশ

তিনি বুঝিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে হবে৷ মানুষের ভোটেই মন্ত্রী হয়েছেন তাঁরা৷ তাই মানুষের কোনও বিপদে-আপদে পাশে দাঁড়াতে হবে৷

ministers have to switch on their mobile till 12am: mamata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2016 9:10 am
  • Updated:June 24, 2022 3:55 pm

স্টাফ রিপোর্টার: নাগরিকদের পরিষেবায় রাজ্যের মন্ত্রীদের সকাল আটটার মধ্যে মোবাইল ফোন খুলতে হবে৷ মোবাইল অবশ্যই নিজের কাছে রাখতে হবে৷ রাত বারোটা পর্যন্ত সেই মোবাইল বন্ধ করা যাবে না৷ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আবারও এই বার্তা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

তিনি বুঝিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে হবে৷ মানুষের ভোটেই মন্ত্রী হয়েছেন তাঁরা৷ তাই মানুষের কোনও বিপদে-আপদে পাশে দাঁড়াতে হবে৷ তাঁদের স্বার্থকেই অগ্রাধিকার দিতে হবে৷ বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী৷ তার মধ্যে উল্লেখযোগ্য, সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের অবসরের বয়সসীমা বৃদ্ধি৷ এদিনের ক্যাবিনেটে এ ব্যাপারে সিদ্ধান্ত অনুমোদিত হয়৷ ঠিক হয়েছে, সরকারি চিকিৎসকদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করা হবে৷

Advertisement

সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “হাসপাতালে ক্রমশ রোগীর চাপ বাড়ছে৷ চাহিদার তুলনায় চিকিৎসকের সংখ্যা কম৷ চিকিৎসক পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে৷ সমস্যা মেটাতেই এমন সিদ্ধান্ত৷” সরকারি হাসপাতালে চাকরির সময় ডাক্তারদের কোনও ‘আন্ডারটেকিং’ দিতে হয় না৷ ফলে কিছু দিন কাজ করার পর অনেকেই সরকারি হাসপাতাল থেকে সরে আসেন৷ কোন হাসপাতালে কত পদ খালি রয়েছে, সে ব্যাপারে খতিয়ে দেখা হবে৷ সেই মতো তালিকাও তৈরি হবে৷ সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে মন্ত্রী শশী পাঁজা ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ