Advertisement
Advertisement

Breaking News

মোদির মন্ত্রিসভায় স্থান পেলেন সাংসদ আলুওয়ালিয়া

কেন্দ্রে দ্বিতীয় বর্ষপূর্তির পর মন্ত্রিসভায় দ্বিতীয় রদবদল সেরে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Modi Cabinet Expansion, Ahluwalia gets entry from Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 5, 2016 12:53 pm
  • Updated:August 7, 2021 1:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবুল সুপ্রিয়র পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় আরও এক সাংসদ পেল বাংলা৷ এবারে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন দার্জিলিংয়ের সাংসদ এস এস আলুওয়ালিয়া৷ ২০১০-২০১২ সালে রাজ্যসভায় ডেপুটি বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছিলেন আলুওয়ালিয়া৷ পি ভি নরসিমা রাওয়ের মন্ত্রিসভাতে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন বিজেপি নেতা৷ এবারে সামিল হলেন মোদির মন্ত্রিসভায়৷

মঙ্গলবার শপথ নিলেন মোট ১৯ কেন্দ্রীয় মন্ত্রী৷ উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগেই শিঁকেয় ছিড়ল অনুপ্রিয়া প্যাটেলের৷ হলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী৷ পূর্ণমন্ত্রীর মর্যাদা পেলেন পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ মন্ত্রী হলেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ এম জে আকবর৷ এছাড়াও রয়েছেন বিজয় গোয়েল, রামদাস আতওয়ালে, কৃষ্ণা রাজ, রমেশ জিগনিজাগি, অনিলমাধব দাভের মতো নাম৷

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৮১ জন মন্ত্রীর সংস্থান থাকলেও, এতদিন ছিলেন ৬৫ জন মন্ত্রী৷ কেন্দ্রে দ্বিতীয় বর্ষপূর্তির পর মন্ত্রিসভায় দ্বিতীয় রদবদল সেরে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামী সপ্তাহে আফ্রিকা সফরের আগে তড়িঘড়ি এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement