Advertisement
Advertisement

দেশে এখন বর্ষার ভরা মরশুম

এবছর বৃষ্টিপাত হবে স্বাভাবিকের চেয়ে বেশি

Monsoon covers entire country
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2016 5:07 pm
  • Updated:July 14, 2016 5:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এ দেশে এখন ভরা বর্ষার মরশুম শুরু হয়ে গিয়েছে৷ মৌসম ভবন সূত্রে খবর, নির্ধারিত সময়ের দু’দিন আগেই রাজস্থানের সীমানা ছুঁয়েছে বর্ষা৷

এখনও পর্যন্ত স্বাভাবিকের চেয়ে ৪ শতাংশ বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন৷ তাদের সাম্প্রতিক বুলেটিনে জানা গিয়েছে, উত্তর-পূর্ব ও পূর্ব ভারত ছাড়া দেশের অন্যান্য অংশে এখন ভরা বর্ষা৷ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রাজস্থান, কচ্ছ-সহ অবশিষ্ট সমস্ত অংশে বর্ষা প্রবেশ করেছে৷

Advertisement

গত ৮ জুন কেরলে বর্ষা প্রবেশ করে৷ নির্ধারিত সময়ের সাতদিন পরে৷ বর্ষার মরশুমের সেই শুরু৷ জুলাইয়ের ১৫ তারিখ কচ্ছ ও রাজস্থানে প্রবেশ করার পর এখন দেশে বর্ষার ভরা সংসার৷ এবছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আগাম সতর্কতা জানিয়ে রেখেছে মৌসম ভবন৷

Advertisement

অন্যদিকে, বৃহস্পতিবার রাজস্থানের বিভিন্ন অংশে ব্যাপক বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। ডুঙ্গারপুর জেলার গলিয়াকোটে সর্বাধিক বৃষ্টিপাত হয়। রাজস্থানের একাধিক শহরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, জয়পুর ও ভরতপুর ছাড়া রাজ্যের বাকি অংশগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হবে। রাজ্যের ১৮টি গ্রামে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ