Advertisement
Advertisement

স্ট্র্যান্ড রোডে ‘হিট অ্যান্ড রান’, মৃত্যু মা ও ছেলের

গঙ্গায় স্নান সেরে ফিরছিলেন তাঁরা৷

Mother and son run over by a mini-truck on Strand Road

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 17, 2016 9:23 am
  • Updated:October 17, 2016 9:23 am

স্টাফ রিপোর্টার: ফের শহরে ‘হিট অ্যান্ড রান’৷ গঙ্গার ঘাটের অদূরে রাস্তা পার হওয়ার সময়ই বেপরোয়া গতিতে আসা একটি মালবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হল মা ও ছেলের৷ স্ট্র্যান্ড রোডের উপর মালবাহী গাড়িটি যুবক অরুণ রানা (২২)-কে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন৷ অরুণের মা মীরাদেবীকে (৪০) হেঁচড়াতে হেঁচড়াতে গাড়িটি অনেকটা দূরে নিয়ে যায়৷ দুর্ঘটনার পর পালিয়ে যায় মালবাহী গাড়িটি৷ এলাকার একটি সিসিটিভির ফুটেজের মাধ্যমে দুর্ঘটনাটি সম্পর্কে খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ৷

রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই ঘটনাটি ঘটে৷ পুলিশের একটি সূত্র জানিয়েছে, এদিন ভোরেই দক্ষিণ শহরতলির আনন্দপুরের নস্করপাড়া এলাকার বাসিন্দা মীরাদেবী তাঁর ছেলেকে নিয়ে প্রথমে বাবুঘাটে আসেন৷ সঙ্গে ছিলেন কয়েকজন আত্মীয়৷ তাঁদের সকালেই বাবুঘাট থেকে লঞ্চে তুলে দেন মা ও ছেলে৷ গঙ্গায় স্নান সেরে ফিরছিলেন তাঁরা৷ প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, তাঁদের হাতে ছিল একটি গঙ্গাজলের জ্যারিকেন ও কলার ছড়া৷ একটি সুইমিং ক্লাবের উল্টোদিকে তাঁরা স্ট্র্যান্ড রোড পার হচ্ছিলেন৷ হঠাৎই একটি মালবাহী গাড়ি হাওড়ার দিক থেকে বেপরোয়া গতিতে আসছিল৷ প্রচণ্ড জোরে গাড়িটি আসতে দেখে ওই যুবক হাত দেখিয়ে গাড়িটিকে ধীরে যাওয়ার ইঙ্গিত দেন৷ কিন্তু নিয়ন্ত্রণহীন গতিতে গাড়িটি এসে প্রথমেই ধাক্কা দেয় যুবক অরুণ রানাকে৷ গাড়ির ধাক্কায় রাস্তার একপাশে ছিটকে পড়েন অরুণ৷ কয়েকজন পথচারী ঘটনাটি দেখে চিৎকার করে ওঠেন৷ কিন্তু গাড়িটি থামেনি৷ সেটি অরুণের মা মীরাদেবীকে ধাক্কা দেয়৷ গাড়িটি ওই মহিলাকে রাস্তার উপর দিয়ে হেঁচড়ে কিছুটা দূরে নিয়ে যায়৷ তার পর তাঁকে রাস্তার এক পাশে ফেলে দিয়ে গাড়িটি পালিয়ে যায়৷ রক্তাক্ত অবস্থায় মা ও ছেলের চোখেমুখে জল দেওয়া হয়৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ ট্রাফিক পুলিশ ও হেয়ার স্ট্রিট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়৷ দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

Advertisement

তদন্ত শুরু করার পর এলাকার একটি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ এই ঘটনার খবর পেয়ে শোকস্তব্ধ হয়ে যায় আনন্দপুর থানা এলাকার নস্করপাড়ার খালপাড়৷ এখানকারই বাসিন্দা ছিলেন মীরাদেবী ও তাঁর ছেলে৷ এদিকে, অভিযোগ উঠেছে, সকালের দিকে স্ট্র্যান্ড রোড ফাঁকা থাকার ফলে অনেক সময়ই বেপরোয়া গতিতে যাতায়াত করে মালবাহী গাড়ি-সহ বিভিন্ন যান৷ সামনে পথচারী থাকলে তাঁদের মেরে পালানোর প্রবণতা থাকে ওই গাড়িগুলির৷ এদিন সকালে গাড়ির চালক মদ্যপান করে ছিল কি না, তা পুলিশ জানার চেষ্টা করছে৷ সামনেই ছটপুজো৷ সেই উপলক্ষে ভিড় হবে গঙ্গার ঘাটে৷ তাই ঘাট লাগোয়া স্ট্র্যান্ড রোডে যাতে আর কোনও দুর্ঘটনা না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ