Advertisement
Advertisement

নিরাপত্তারক্ষীকে দিয়ে চপ্পলের ফিতে বাঁধিয়ে বিতর্কে মন্ত্রী

দেখুন সেই ভিডিও-

Odisha minister makes PSO tie his sandal straps in public
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 16, 2016 6:06 pm
  • Updated:August 16, 2016 6:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে দিয়ে চপ্পলের ফিতে বাঁধিয়ে বিতর্কে জড়ালেন ওড়িশার ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী যোগেন্দ্র বেহরা৷ গতকাল, কেওনঝাড়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে পতাকা উত্তোলন করার পর আচমকাই মন্ত্রীর চপ্পলের ফিতে খুলে যায়৷ সেই ফিতে বেঁধে দেওয়ার জন্য কাছেই দাঁড়িয়ে থাকা এক নিরাপত্তারক্ষীকে নির্দেশ দেন মন্ত্রী৷

স্থানীয় এক সংবাদ চ্যানেল সেই ঘটনার ভিডিও তুলে অনলাইনে প্রকাশ করে৷ নিরাপত্তারক্ষী মন্ত্রীর চপ্পলের ফিতে বেঁধে দিচ্ছে, সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷ মন্ত্রীর বিরুদ্ধে নানা মহলে সমালোচনার ঝড় ওঠায় তাঁর সাফাই, “আমি একজন ভিআইপি৷” “একজন মন্ত্রীর চটির ফিতে বেঁধে দিচ্ছে একজন সরকারি কর্মচারী, এ দৃশ্য দেখে ব্রিটিশ আমলে ফিরে গিয়েছি মনে হচ্ছে”, যোগেন্দ্রর সমালোচনা করে এ কথা বলেন আইনজীবী প্রহ্লাদ সিং৷

Advertisement

দেখুন সেই ভিডিও-

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ