Advertisement
Advertisement

Breaking News

সার্জিক্যাল স্ট্রাইকে নিহত অন্তত ৫ সেনা, মানল পাকিস্তান

পাকিস্তানের মিথ্যাচার চলে এল প্রকাশ্যে...

Pakistan accepts India’s assertions about the
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 12, 2016 4:40 pm
  • Updated:October 12, 2016 4:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনা জঙ্গিদের লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়ে এসেছে৷ জওয়ানদের অভিযানে খতম হয়েছে জঙ্গিদের সাহায্যকারী কয়েকজন পাক সেনাও৷ এতদিন সে কথা বারবার অস্বীকার করে এসেছে পাকিস্তান৷ তাদের দাবি, ভারতীয় সেনা বিনা প্ররোচনায় সীমান্তে গুলি চালিয়ে দুজন পাক সেনাকে হত্যা করেছে, কোনও সার্জিক্যাল স্ট্রাইক হয়নি৷

বুধবার একটি জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, এক পাক পুলিশকর্তা নিজের মুখে স্বীকার করে নিয়েছেন ভারতীয় জওয়ানদের সার্জিক্যাল স্ট্রাইকে অন্তত পাঁচজন পাক সেনার মৃত্যু হয়েছে৷ পাক অধিকৃত কাশ্মীরের মিরপুর রেঞ্জের স্পেশ্যাল ব্রাঞ্চের পুলিশ সুপার গুলাম আকবর টেলিফোনে স্বীকার করে নিয়েছেন, ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন পাক সেনা ও গোয়েন্দারা৷

Advertisement

তিনি নিজে সার্জিক্যাল স্ট্রাইকের একটি গোটা চিত্র তুলে ধরেছেন৷ তিনি জানিয়েছেন, সার্জিক্যাল স্ট্রাইকের পর ভীমবেরের সামানা, পুঞ্চের হাজিরা, নিলামের দুধনিয়াল ও হাথিয়ান বালার কায়ানি অঞ্চল পাক সেনা কর্ডন করে ফেলেছিল৷ তাঁর বক্তব্যের সঙ্গে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারতের মিলিটারি অপারেশনের লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংয়ের দাবি হুবহু মিলে গিয়েছে৷

Advertisement

জাতীয় সংবাদমাধ্যমকে গুলাম আকবর টেলিফোনে বলেছেন, “একসঙ্গে একাধিক জায়গায় হামলা হয়েছে…কোথাও কোথাও পাক সেনা ভারতীয় জওয়ানদের প্রতিরোধ করার চেষ্টা করেছিল…রাতের বেলায় হামলা হয়…ওই ধরে নিন ৩-৪ ঘণ্টা…রাত দুটো থেকে ছাড়তে বা পাঁচটা পর্যন্ত৷” পাক রেঞ্জার্স জঙ্গিদের আগলে রাখতে তাদের ঘাঁটিকে সেনা ছাউনির কাছাকাছি নিয়ে এসেছিল বলেও স্বীকার করে নিয়েছেন আকবর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ