BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

পরমাণু-পরীক্ষা বন্ধে ভারতের সঙ্গে চুক্তিতে রাজি পাকিস্তান

Published by: Sangbad Pratidin Digital |    Posted: August 13, 2016 9:22 am|    Updated: August 13, 2016 9:22 am

Pakistan Is Ready To End The Conflict With India Regarding Nuclear Weapons Issue

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ শুক্রবার এ কথা জানান৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধে ভারতের সঙ্গে চুক্তি সাক্ষর করতে রাজি পাকিস্তান৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ শুক্রবার এ কথা জানান৷ একই সঙ্গে তাঁর ঘোষণা, কাশ্মীর ইস্যুতে আলোচনার জন্য ভারতকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান৷ আজিজ জানিয়েছেন, “আমাদের বিদেশ সচিব কাশ্মীর নিয়ে ভারতের বিদেশ সচিবকে আনুষ্ঠানিকভাবে লিখিত আমন্ত্রণ জানাবেন৷” অন্যদিকে, পাক সরকারকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাছে কাশ্মীর ইস্যু তুলে ধরার কথা বলতে লাহোর হাই কোর্টে আবেদন করল জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সঈদ৷
সাংবাদিকদের আজিজ এদিন বলেন, “পরমাণু অস্ত্রসমূহের পরীক্ষায় আমরা একতরফাভাবে একটি স্থগিতাদেশ (মোরাটোরিয়াম) ঘোষণা করেছিলাম৷ কিন্তু পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ করতে ওই স্থগিতাদেশকেই এবার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে পরিণত করতে পাকিস্তান প্রস্তুত৷’’ আজিজের মতে, গত সপ্তাহে ১-৩ আগস্ট দূতাবাসগুলির যে সম্মেলন পাকিস্তানে আয়োজিত হয়েছিল, তাতে বলা হয়েছিল যে ১৯৯৬ সালে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যখন ‘কমপ্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি’ (সিটিবিটি) অধিগৃহীত হয়, তখন পাকিস্তান তাকে সমর্থন জানিয়েছিল এবং তার পক্ষে ভোটও দিয়েছিল৷ শুধু তাই নয়, নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রূপ (এনএসজি)-তে অন্তর্ভুক্তির জন্য পাকিস্তানও আবেদন জানিয়েছিল৷ এনএসজি-সদস্যপদের জন্য ভারতের মতো পাকিস্তানও যে অন্যতম প্রার্থী, সে কথা জানিয়ে আজিজ বলেন, “২০১৬-র ১৯ মে, আনুষ্ঠানিকভাবে এনএসজি সদস্যপদের জন্য পাকিস্তান আবেদন পেশ করে৷ এর প্রস্তুতি আগেই নেওয়া হচ্ছিল৷ উদ্দেশ্য ছিল, আমাদের রফতানি নিয়ন্ত্রণ, পরমাণু নিরাপত্তা বৃ‌দ্ধি করা৷”

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে