Advertisement
Advertisement

ভারতে কর্মরত কূটনীতিবিদদের দেশে ফিরে আসার নির্দেশ পাকিস্তানের

পাক মিডিয়ার একাংশের দাবি, এই পদক্ষেপ ভারতকে কার্যত হুমকি!

Pakistan threatens to summon diplomats from India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 15, 2018 6:41 pm
  • Updated:August 23, 2019 12:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই দেশের মধ্যে সামরিক পরিস্থিতি এমনিতেই টানটান থাকে সারাবছর। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি আরও ঘোরাল হয়ে উঠেছে। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, কূটনৈতিক স্তরেও এবার যুযুধান ভারত ও পাকিস্তান। একদিকে, ভারত অভিযোগ তুলেছে, ইসলামাবাদের দূতাবাসে যখন তখন পাক গুপ্তচর সংস্থা আইএসআই জানা দিচ্ছে। পালটা পাকিস্তানও দাবি করেছে, নয়াদিল্লিতে কর্মরত পাক কূটনীতিবিদদের হেনস্তা করছে ভারত। এই অভিযোগ তুলে এবার নয়া নাটক শুরু করল ইসলামাবাদ। ভারতে কর্মরত পাক হাই কমিশনার সোহেল মেহমুদকে ডেকে পাঠানো হল ইসলামাবাদে। তাও আবার অনির্দিষ্টকালের জন্য।

[ইসলামাবাদে ভারতীয় কূটনীতিবিদদের বাসভবনে ISI হানা, তোলপাড় নয়াদিল্লি]

সূত্রের খবর, পাক প্রশাসন সোহেল মেহমুদকে ডেকে পাঠানো হয়েছে ইসলামাবাদে। দুই দেশের তীব্র কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যেই পাকিস্তানের এই চালকে সন্দেহের আওতার বাইরে রাখছে না সাউথ ব্লক। কূটনৈতিক চ্যানেল মারফৎ পাকিস্তানও দাবি করেছে, নয়াদিল্লিতে তাদের হাই কমিশনারকে কারণে-অকারণে নাকি হেনস্তা করছে ভারত। যদিও নয়াদিল্লি এই অভিযোগ উড়িয়ে জানিয়েছে, অতিথিদের এ দেশে ঈশ্বরের সমান ভাবা হয়। ভারত কখনই এমন আচরণ করে না। কিন্তু পাকিস্তান যদি সত্যি সত্যি ভারতীয় কূটনীতিবিদদের হেনস্তা করে থাকে, তাহলে সেটা লজ্জাজনক। যদিও পাক মিডিয়ার একাংশের দাবি, ইসলামাবাদ হুমকি দিয়েছে, অবিলম্বে ভারত থেকে তাদের সব কূটনীতিবিদদের ফিরিয়ে আনা হবে।

Advertisement

অন্যদিকে, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিবিদরা অভিযোগ করেছেন যে তাঁদের আবাসনে হানা দিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। শুধু হানা দিয়েই থেমে থাকেনি, নষ্ট করা হয়েছে ভারতীয় কূটনীতিবিদদের নানা নথি। কেটে দেওয়া হয়েছে জল ও বিদ্যুৎ সংযোগ। এমনকী, ভারতীয়দের গাড়ি থামিয়ে নানা অজুহাতে চলছে তল্লাশি। ইতিমধ্যেই ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়া পাক বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করে এই অভিযোগ জানিয়েছেন। যদিও ২ সপ্তাহ কেটে গেলেও এখনও জল বা বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি। পাক মিডিয়ার খবরকে সত্যি বলে মানলে, ইসলামাবাদ নাকি সে দেশে কর্মরত ভারতীয় কূটনীতিবিদদের দেশছাড়া করার ‘হুমকি’ পর্যন্ত দিয়েছে। এমনকী, এক অজ্ঞাতপরিচয়ের দুষ্কৃতী এক ভারতীয় কূটনীতিবিদের বাড়িতে ঢুকে গুরুত্বপূর্ণ তথ্যে ঠাসা একটি ল্যাপটপও চুরি করেছে। যদিও পাক স্বরাষ্ট্রমন্ত্রক এখনও এই অভিযোগের সত্যতা স্বীকার করেনি। ইসলামাবাদের একটি অভিজাত ক্লাবে ভারতীয় অফিসারদের প্রবেশ নিষিদ্ধ করার অভিযোগও উড়িয়ে দিয়েছে। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক পাক কর্মকর্তা জানিয়েছেন, ‘হ্যারাস’ করে ভারতীয় কূটনীতিবিদদের বিব্রত করাই এখন ইসলামাবাদের নয়া পন্থা।

Advertisement

[লস্কর জঙ্গি সংগঠনে গৃহযুদ্ধ চরমে, দল ছাড়ল হাফিজ ঘনিষ্ঠ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ