Advertisement
Advertisement

‘পাকিস্তান জিন্দাবাদ’, ভারত বিরোধী স্লোগান দিয়ে গ্রেপ্তার ২

মিছিলের ভিডিওটি ভাইরাল হতেই বিষয়টি সামনে এসেছে।

Pakistan zindabad’ slogan raised in Bihar, 2 arrested
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 16, 2018 4:09 pm
  • Updated:August 19, 2019 1:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাকিস্তান জিন্দাবাদ’। এহেন  ভারত বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে বিহারের আরারিয়া থেকে দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। আরারিয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে আরজেডি। জয়ী সাংসদ সরফরাজ আলম। জয় সুনিশ্চিত হওয়ার পর উৎসবে মাতে আরজেডি সমর্থকরা। সেই বিজয় মিছিলেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান ওঠে বলে অভিযোগ। বিজয় মিছিলের ভিডিওটি ভাইরাল হতেই বিষয়টি সামনে এসেছে। দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সুলতান আজমি ও শেহজাদ। ভিডিওতে এই দু’জন ছাড়া আরও অনেককে দেখা যাচ্ছে।

ইতিমধ্যেই সংশ্লিষ্ট ভিডিওটি ভাইরাল হয়েছে। ধৃতরা জয়ী আরজেডি সাংসদের গ্রাম আরারিয়ার বাসিন্দা। এমনকী, দু’জনে সরফরাজ আলমের প্রতিবেশীও হতে পারে। এমনটাই মনে করছে পুলিশ। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতেই আরারিয়া গ্রামে হানা দিয়ে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

[বিতর্কিত জমিতে নমাজ পড়া যাবে না, দাবি শিয়া ওয়াকফ বোর্ডের]

আরারিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রদীপ কুমার সিং সরফরাজ আলমের বিপরীতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। তিনিই অভিযোগ করে জানান, সরফরাজ আলমের বিজয় মিছিলে ভারত বিরোধী স্লোগান শোনা গিয়েছে। অভিযোগ, আরজেডি সমর্থকরাই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তুলেছে। আরারিয়ার এসপি-র কাছে স্লোগানবন্দি ভিডিওটি নিয়ে অভিযোগ জানান বিজোপি প্রার্থী। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তবে অভিযোগ পেয়েই পদক্ষেপ নেয়নি পুলিশ। ভিডিওটি আদৌ আসল কিনা তা যাচাই করা হয়। তারপরেই অভিযুক্তদের গ্রেপ্তার করতে আরজেডি প্রার্থীর গ্রামে অভিযান চালায় পুলিশ। এই ঘটনার পর বৃহস্পতিবার রাতেই পুলিশের তরফে একটি সুয়োমোটো মামলা রুজু হয়েছে।

Advertisement

এই প্রসঙ্গে আরারিয়ার ডিএসপি কুমার দেবেন্দ্র সিং জানিয়েছেন, ‘সংশ্লিষ্ট ভিডিওটি যারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে, তারাও গ্রেপ্তার হবে। সেই সম্পর্কিত তথ্য পুলিশের হাতে রয়েছে। খুব শিগগির কাজ শুরু হয়ে যাবে।’ এদিকে সংশ্লিষ্ট ভিডিওটি জাল বলে দাবি করেছেন জয়ী আরজেডি সাংসদ সরফরাজ আলম। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে ওঠা বিতর্কের নিষ্পত্তি করতে ইতিমধ্যেই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

[বিএমসির জরিমানায় নাজেহাল, মমতার দ্বারস্থ মুম্বইয়ের বাঙালি স্বর্ণকাররা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ