Advertisement
Advertisement

দলিতদের উপর আক্রমণের ঘটনায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, উনার ঘটনা দলিতদের উপর সংগঠিত অপরাধ.

PM Modi Upset About Gujarat Dalit Attack, Says Home Minister
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2016 3:09 pm
  • Updated:July 20, 2016 3:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে গুজরাটকে তিনি প্রায় নিজের হাতে উন্নত রাজ্য করে তুলেছেন, সেখানেই দলিতদের উপর বীভৎস আক্রমণের ঘটনায় ক্ষুব্ধ নরেন্দ্র মোদি৷ সংসদের বাদল অধিবেশনে ঘটনার তীব্র নিন্দা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উদ্বিগ্ন প্রধানমন্ত্রী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন৷

উনায় চার দলিত যুবককে গরু হত্যার অভিযোগে পিছমোড়া করে বেঁধে গণপ্রহার করা হয়৷ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গুজরাট৷ ১২ জন দলিত যুবক আত্মহত্যার চেষ্টা করেন৷ আগুন লাগিয়ে দেওয়া হয় বাসে৷ বিক্ষুব্ধ জনতার ইট ছোড়ায় প্রাণ হারান এক পুলিশকর্মীও৷ শুধু গুজরাটই নয়, সেই সঙ্গে সারা দেশও দলিতদের উপর এই আক্রমণের তীব্র নিন্দা জানায়৷ এই ইস্যুকে কেন্দ্র করেই বিরোধীদের আক্রমণে কার্যত অচল হয়ে পড়ে সংসদ৷ কংগ্রেস, বিএসপি-সহ বিরোধীদের সম্মিলিত আক্রমণে থমকে যায় সংসদের কাজ৷ দলিতদের উপর আক্রমণের ক্ষেত্রে কেন্দ্র কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে না বলেই অভিযোগ বিরোধীদের৷ দলিতদের উপর আক্রমণের নিন্দায় সরব হয় তৃণমূলও৷ এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, উনার ঘটনা দলিতদের উপর সংগঠিত অপরাধ৷ এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না বলে জানিয়ে কেন্দ্রর কাছে তাঁর আর্জি, দলিতদের যেন পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷

Advertisement


কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও এই ঘটনার প্রতিবাদে সরব হন৷  উনার ঘটনাকে প্রশাসনিক ব্যর্থতারই নমুনা হিসেবে তুলে ধরে তিনি জানান, সামাজিক অপরাধ কোন পর্যায়ে পৌঁছেছে, এ ঘটনাই তার প্রমাণ৷ পরিস্থিতি সামাল দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “গুজরাটের দলিত হোক কিংবা অন্য যে কোন রাজ্যের অধিবাসী, যে কোনও আক্রমণ প্রতিহত করতে সচেষ্ট হবে কেন্দ্র৷ এই ধরনের ঘটনা প্রতিরোধে একটা স্থায়ী সামাধান খুঁজে পেতে হবে৷ আর তার জন্য আমাদের দৃষ্টিভঙ্গী ও মানসিকতার পরিবর্তন আনা একান্ত জরুরি৷” আগামীকাল উনা পরিদর্শনে যাচ্ছেন রাহুল গান্ধী, শুক্রবার ঘটনাস্থলে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ