Advertisement
Advertisement

Breaking News

মহাচতুর্থীতেই বাঙালির পুজো হপিং শুরু

রাস্তার যানজটকে তোয়াক্কা না করে, বৃষ্টিমুক্ত সন্ধেতে তিলোত্তমায় মানুষের ঢল নেমেছে৷

Puja hopping starts for bengalis in mahachaturthi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 5, 2016 8:31 pm
  • Updated:October 5, 2016 8:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকে কাঠি, ধূপের গন্ধ আর বাঙালির পরনের রংবেরঙের পোশাক জানান দিচ্ছে, পুজো এসে গিয়েছে৷ স্কুল, কলেজ, অফিসে চতুর্থীর বিকেলেই ছুটির ঘণ্টা বেজে গিয়েছে৷ আর তাই আজ থেকেই দেবীদর্শনে বেড়িয়ে পড়েছেন অনেকেই৷ সপ্তমী, অষ্টমীর দিনগুলোয় তো ভিড় বাড়বে৷ তাছাড়া, নতুন পোশাকটি আর কতদিনই বা আলমারিতে তুলে রাখা সম্ভব৷ তাই চতুর্থী থেকেই শুরু হয়ে গেল পুজো পরিক্রমা৷ সন্ধে যত গড়াচ্ছে মণ্ডপে দর্শনার্থীর সংখ্যাও বাড়ছে৷ আর সেই সঙ্গে ভিড় বাড়ছে মেট্রো আর বাসে৷ রাস্তার যানজটকে তোয়াক্কা না করে, বৃষ্টিমুক্ত সন্ধেতে তিলোত্তমায় মানুষের ঢল নেমেছে৷

চতুর্থীতে দক্ষিণের মতোই উত্তর কলকাতাতেও জনসমাগম ঘটেছে৷ শুধু শহরবাসীই নন, দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন কলকাতার পুজো দেখতে৷ প্রতিবারের মতো এবারও সেজে উঠেছে হাতিবাগান নবীনপল্লির পুজো৷ মণ্ডপে রঙিন কাঠের আলমারির সমাহার সর্বত্র৷ এক একটি পাল্লার মধ্যে লুকনো রয়েছে অনেক গল্প৷ হিন্দু পুরাণ থেকে শুরু করে দেশের আদি-অনন্ত সংস্কৃতির কাহিনি৷ মণ্ডপে পৌঁছনোর আগেই প্রতিমা দর্শন করে ফেলুন-

Advertisement

Advertisement

বিশেষ ধরনের পুতুল দিয়েই পুজোপ্রাঙ্গণ সাজাচ্ছে হাতিবাগানের নলিল সরকার স্ট্রিট সর্বজনীন৷ ৮৪ তম বর্ষে পা দিয়ে তাদের শারদ অর্ঘ্য সেই পুতুল৷ তাদের থিমের নাম ‘পুতুল ও প্রতিমা’৷ সেখানেও দর্শনার্থীদের ভিড় কম নয়৷ দেখে নিন কীভাবে সেজে উঠেছে মণ্ডপের আনাচে-কানাচে৷

শিল্পায়ন ও সবুজায়নের যুগলবন্দির সামনে দাঁড়িয়ে এক অনন্য সামাজিক বার্তা দিতে চলেছে কলকাতার হাতিবাগানের কাশী বোস লেন দুর্গাপুজো কমিটি৷ থিমমেকার প্রদীপ দাসের সৃজনে ৭৯ তম বর্ষে কাশী বোস লেনের নিবেদন ‘এসো মুক্ত করো’৷ কেমন হল তাদের এবারের পুজো, দেখে নিন ক্লিক করে৷

এদিকে আহিরীটোলা সার্বজনীনের মণ্ডপ একটা গোটা স্টুডিওয় পরিণত হয়েছে৷ সর্বত্র বিভিন্ন ছবি, ভাস্কর্য দিয়ে শিল্পীর শৈলিকে তুলে ধরা হয়েছে৷ তবে এখানে সবকিছুই অসম্পূর্ণ৷ অর্থাৎ শিল্পীর অসম্পূর্ণ শিল্পকর্মকেই রূপক হিসাবে এখানে সাধন ভূমির মধ্যে দেখানো হচ্ছে৷ তাদের এই অসম্পূর্ণতার সম্পূর্ণ ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়৷

অন্যান্য মণ্ডপের মতোই ভিড় জমতে শুরু করেছে হাতিবাগান সার্বজনীনেও৷ আজ যদি অন্যদিকে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে মোবাইলের এক ক্লিকেই এই মণ্ডপের দর্শন সেরে ফেলুন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ