Advertisement
Advertisement

Breaking News

এবার পুজোয় মনের দুয়ার খুলবে বেহালা ক্লাবের মণ্ডপে

থিমমেকার রূপক বসুর সৃজনে এবার মনের দুয়ার খুলবে বেহালা ক্লাবে৷

Puja Preparation 2016: Behala Club
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 19, 2016 7:59 pm
  • Updated:September 19, 2016 8:09 pm

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ ত্রয়োদশ প্রতিবেদনে পড়ুন বেহালা ক্লাবের পুজো প্রস্তুতি৷

শুভময় মণ্ডল: ইট-কাঠ-লোহাময় সভ্যতার ইতিহাসে দরজার একটা বড় ভূমিকা রয়েছে৷ দরজা তথা দুয়ারের ইতিহাস বহু প্রাচীণ৷ মানুষ ঘর-বাড়ি বানাতে শিখলো অথচ বাহিরের সঙ্গে অন্দরের যোগাযোগ রয়েই গিয়েছিল৷ গোপনীয়তা রক্ষার জন্য আড়ালের প্রয়োজন যখন মানুষ বুঝতে শিখলো তখনই উদ্ভাবন হল দরজার৷ তারপর কালেভদ্রে দরজার নানা ‘অবতার’ জন্ম নিল৷ অবতার কেন?  কারণ, যস্মিন দেশে যদাচারের মতো প্রকারভেদ হল দরজার৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে সংস্কৃতি অনুযায়ী রূপ পাল্টাতে লাগল দরজার৷ সেই শুরু, আর সেই সংস্কৃতি আজও মানুষ নিষ্ঠাভরে পালন করে চলেছে৷ তবে বিশ্বায়নের সঙ্গে তাল মেলাতে গিয়ে কোথাও যেন অজান্তেই গুরুত্ব হারিয়েছে দরজা৷ অন্দর ও বাহিরের মধ্যে সীমা টানা সেই দরজাই এবার খুলবে বেহালা ক্লাবের পুজোপ্রাঙ্গণে৷ ৭২ বর্ষে তাদের নিবেদন সেই অতি প্রিয় দরজা৷ সৃজনে থিমমেকার রূপক বসু৷ তাঁর সৃজনে এবার মনের দুয়ার খুলবে বেহালা ক্লাবে৷ থিমের নাম ‘হৃৎ দুয়ার’৷

Advertisement

behala-club-1_web

Advertisement

গতবছর এই রূপক বসুর হাত ধরেই বিহারের মধুবনি শিল্প ফুটে উঠেছিল বেহালা ক্লাবের পুজোপ্রাঙ্গণে৷ নিজস্ব আঙ্গিকে মধুবনে মধুরা উপহার দিয়েছিলেন রূপকবাবু৷ এবার অন্যরকম ভাবনা নিয়ে উপস্থিত তিনি৷

behala-club-2_web

এবার আসা যাক থিমের কথায়৷ দেশ তথা বিশ্বের বিভিন্ন সংস্কৃতির দরজাকে মণ্ডপ জুড়ে সাজাচ্ছেন শিল্পী৷ বর্ধমানের কারুকার্য করা কাঠের দরজা থেকে শুরু করে সুদূর মেক্সিকোর দরজা৷ সবই থাকছে মণ্ডপে৷ থাকছে গ্রামবাংলার কড়ি-বরগাওয়ালা দরজা থেকে প্রাসাদের সিংহদুয়ার৷ রয়েছে নম্বরের কম্বিনেশনের পাল্লা দরজাও৷ মনের দরজা খুলে পুজোপ্রেমীদের মনে কতটা উঁকি দিতে পারেন শিল্পী এখন সেটাই দেখার৷

ভিডিওয় দেখে নিন প্রস্তুতি পর্বের ঝলক-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ