Advertisement
Advertisement

Breaking News

পুজোয় এবার ‘পাল্লা’ ভারী হাতিবাগান নবীন পল্লির

কাবার্ড শিল্পের পুনরুদ্ধারে এবার কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন থিমমেকার গোপাল পোদ্দার৷

Puja Preparation 2016: Hatibagan Nabin Pally
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 14, 2016 8:43 pm
  • Updated:September 14, 2016 9:00 pm

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ নবম প্রতিবেদনে পড়ুন হাতিবাগানের নবীন পল্লির পুজো প্রস্তুতি৷

শুভময় মণ্ডল: মণ্ডপ জুড়ে প্রচুর কাঠের পাল্লাওয়ালা আলমারি৷ রঙিন কাঠের আলমারির সমাহার সর্বত্র৷ কিন্তু এ পাল্লা যে সে পাল্লা নয়৷ এক একটি পাল্লার মধ্যে লুকনো রয়েছে অনেক গল্প৷ হিন্দু পুরাণ থেকে শুরু করে দেশের আদি-অনন্ত সংস্কৃতির কাহিনি৷ এমন হাজারো জানা-অজানা গল্প বলবে সেই পাল্লাগুলি৷

Advertisement

এও আবার হয় না কি? কাঠের পাল্লা আবার গল্প বলবে?

Advertisement

এই দেশেরই এক অখ্যাত গ্রামের সংস্কৃতিকে শহরের পুজোপ্রেমীদের সামনে তুলে ধরতে চলেছে হাতিবাগান নবীন পল্লি৷ ৮২ তম বর্ষে তাদের পুজোর থিম রাজস্থানের বাসি জেলার লুপ্তপ্রায় লোকশিল্প ‘কাবার্ড’৷ স্থানীয় কাভাড়িয়া ভাটদের লোকশিল্প একটি চলমান দেবালয়৷ প্রায় ৫০০ বছর আগে বাসির ভাট সম্প্রদায়ের শিল্পীরা একটি কাবার্ডের মধ্যে করে পৌরাণিক গল্প নিয়ে ঘুরে বেড়াতেন৷ এক একটি কাবার্ডের মধ্যে ছয় থেকে আটটি পাল্লা থাকে এবং প্রত্যেকটি পাল্লার গায়ে চিত্রিত পুরাণের বিভিন্ন উপাখ্যান৷ সেই কাবার্ড পুঁটলিতে বেঁধে গ্রামান্তরে ঘুরে বেড়ান শিল্পীরা৷ চলমান মন্দিরের এক একটা পাল্লা খুলে পৌরাণিক গল্প নিজস্ব কায়দায় শোনান তাঁরা৷ মোঘল সাম্রাজ্যের আমলে সর্বত্র হিন্দু দেবদেবীদের মন্দির, পৌরাণিক উপাখ্যান নিয়ে চর্চা প্রায় নিষিদ্ধ হয়ে গিয়েছিল৷ তাই পুঁটলিতে কাবার্ড লুকিয়ে গ্রামান্তরে ঘুরে বেড়াতেন কথকরা৷ স্বতঃস্ফুর্ত সুর, ছন্দ ও কথায় স্রোতাদের মুগ্ধ করে দিতেন তাঁরা৷

hatibagan-nabin-pally-1_web

কাবার্ড শিল্পের পুনরুদ্ধারে এবার কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন থিমমেকার গোপাল পোদ্দার৷ রাজস্থানের সেই কাভাড়িয়া শিল্পীদের নিয়েই এবার নবীন পল্লির মণ্ডপ সাজাচ্ছেন তিনি৷ গত দু’মাস ধরে ২০ জন শিল্পীকে নিয়ে কাজ করছেন তিনি৷ তাঁর সৃজনে চলমান দেবালয়ে সেজে উঠছে নবীন পল্লির পুজোপ্রাঙ্গণ৷

hatibagan-nabin-pally-2_web

গত বছর পেপারম্যাশের থিমে পুজোয় মেতেছিল নবীন পল্লি৷ সৃজনে ছিলেন শিল্পী মহেন্দ্র পাল৷ বছর তিনেক আগে পাকিস্তানের ট্রাক আর্টে গোটা পুজোমণ্ডপ ‘পেয়ার সে’ সাজিয়ে তুলেছিলেন শিল্পী গোপাল পোদ্দার৷ সহযোগিতায় ছিলেন পাকিস্তানের ট্রাক আর্টিস্ট হায়দার আলি৷ সেবার ছোট-বড় মিলিয়ে বহু পালক জুড়েছিল নবীন পল্লির মুকুটে৷ এবার পাল্লা দিয়ে অন্যদের থেকে নবীন পল্লির পাল্লা কতটা ভারী এখন হয় সেটাই দেখার৷

ভিডিওয় দেখে নিন প্রস্তুতি পর্বের ঝলক-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ