Advertisement
Advertisement

পুজোয় সত্যের পথে সুন্দরকে উপলব্ধি করাবে খিদিরপুর পল্লি শারদীয়া

সত্যের পথে সুন্দরকে খোঁজার প্রয়াসে নেমেছেন থিমমেকার সুশান্ত পাল৷

Puja Preparation 2016: Khiddirpur Pally Saradiya
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 18, 2016 9:18 pm
  • Updated:September 18, 2016 9:18 pm

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ দ্বাদশ প্রতিবেদনে পড়ুন খিদিরপুর পল্লি শারদীয়ার পুজো প্রস্তুতি৷

শুভময় মণ্ডল: বিশ্বব্রহ্মাণ্ডের ধ্রুব সত্য কী? জগতসংসারের সমস্ত কিছুর অন্তর্নিহিত সত্য উপলব্ধি করতে পেরেছে ক’জন? বিশ্বে যা কিছু আমরা চোখে দেখতে পাই এমনকী প্রাণের উৎসের সত্য কী, তা অনেকেরই অজানা৷ ক্ষিতি, অপ, মরুৎ, তেজ ও ব্যোম- মানবশরীর এই পঞ্চভূতের সমাহার৷ আর পঞ্চভূতকে নিয়ে সত্যের পথে সুন্দরকে খোঁজার প্রয়াসে নেমেছে খিদিরপুর পল্লি শারদীয়া৷ এবার পুজোয় সত্যের পথে সুন্দরকে উপলব্ধি করার চেষ্টা করছে তারা৷ থিমমেকার সুশান্ত পালের সৃজনে ৭৫ তম বর্ষে তাদের থিম ‘সত্যম শিবম সুন্দরম’৷

Advertisement

khiddirpur-pally-saradiya-1

Advertisement

খিদিরপুর পল্লি শারদীয়া ধারে ও ভারে দক্ষিণ কলকাতার বেশ নামজাদা পুজো৷ শুধু দক্ষিণ কেন, গোটা কলকাতা শহরের বেশ পরিচিত পুজো৷ এবার পল্লি শারদীয়ার থিমের ব্যাটন সুশান্ত পালের হাতে৷ শিল্পীর আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই৷ বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্যকে এখানে তিনি সত্য হিসাবে বর্ণনা করেছেন৷ কিন্তু অন্তঃসার পরিস্থিতি থেকে সত্য যখন যখন আকার ধারণ করে সেই পর্যায়কে শিবম হিসাবে আখ্যা দিচ্ছেন তিনি৷ আর সেই আকার যখন ধীরে ধীরে পরিণতি লাভ করে তখনই সুন্দরের সাক্ষাৎ হয়৷ অর্থাৎ এই ‘সত্যম শিবম সুন্দরম’ আদতে ব্রহ্মাণ্ডের আদি অনন্ত সত্যকে চাক্ষুষ করে সুন্দরকে উপলব্ধি করা৷

khiddirpur-pally-saradiya-2

গোটা মণ্ডপকে এক অদ্ভূত সুর্যালোকের মধ্য দিয়ে দেখিয়েছেন তিনি৷ ব্রহ্মাণ্ডে প্রাণসৃষ্টির নেপথ্যে সূর্যের একটি বড় ভূমিকা রয়েছে৷ তাই মণ্ডপ জুড়ে সবসময় এক সূর্যালোকের উপস্থিতি৷ বিভিন্ন উপাদান ব্যবহার করেছেন তিনি৷ প্রচুর লোহার কাজ হয়েছে পুজোপ্রাঙ্গণে৷ প্রতিমাতেও রযেছে বেশ চমক৷ মাটির প্রতিমা নয় এটুকু বলা যায়, বাকিটা ক্রমশ প্রকাশ্য৷ সুশান্ত পালের শৈল্পিক ছোঁয়ায় ‘সত্যম শিবম সুন্দরম’ পুজোপ্রেমীদের কতটা উচ্ছ্বসিত করতে পারে এখন সেটাই দেখার৷

khiddirpur-pally-saradiya-3

ভিডিওয় দেখে নিন প্রস্তুতি পর্বের ঝলক-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ