Advertisement
Advertisement

Breaking News

সভ্যতার বিজয়রথের চাকা গড়াবে এসবি পার্কের পুজোপ্রাঙ্গণে

শ্রমজীবীদের জীবনযুদ্ধের কাহিনি শোনাতে চলেছেন থিমশিল্পী ভবতোষ সুতার৷ তাঁর সৃজনে মেহনতি মানুষদের কথা উঠে আসবে এবছর এসবি পার্ক সর্বজনীনের পুজোপ্রাঙ্গণে৷

Puja Preparation 2016: SB Park Sarbojanin
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 5, 2016 8:26 pm
  • Updated:September 6, 2016 1:54 pm

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ চতুর্থ প্রতিবেদনে পড়ুন দক্ষিণের বেহালা এসবি পার্ক সর্বজনীনের পুজো প্রস্তুতি৷

শুভময় মণ্ডল: মানবসভ্যতার আদি অনন্ত গুরুভার বয়েছেন তাঁরা৷ আজও সেই বয়ে চলার রীতি মেনে চলেছেন ঘামঝরা মেহনতি মানুষগুলি৷ যাঁদের সমাজে পরিচয় শ্রমিক নামে৷ ইট-কাঠ-পাথরের ইমারতি সভ্যতার বিশাল ভার বয়ে তিলে তিলে মানবজাতিকে এগিয়ে নিয়ে চলেছেন তাঁরা৷ সভ্যতার বুনিয়াদ গড়ার নেপথ্য কারিগর সেই শ্রমজীবীদের কথা কোথাও উল্লেখ থাকে না৷ এমনকী বিশ্বের আশ্চর্য বস্তু তাজমহল নির্মাণের কারিগরদের নাম কেই বা জানে৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায়, ‘ওঁরা কাজ করে নগরে প্রান্তরে’৷ জীবনের ভারে ঝুঁকে যায় কাঁধ, কিন্তু সটান শিরদাঁড়ায় বেঁচে থাকা, বাঁচিয়ে রাখার কঠিন সংকল্প৷ এমনই শ্রমজীবীদের জীবনযুদ্ধের কাহিনি শোনাতে চলেছেন থিমশিল্পী ভবতোষ সুতার৷ তাঁর সৃজনে মেহনতি মানুষদের কথা উঠে আসবে এবছর এসবি পার্ক সর্বজনীনের পুজোপ্রাঙ্গণে৷

Advertisement

SB-park_web

Advertisement

গতবছর শিল্পী বিশ্বনাথ দের সৃজনে চাঁদের হাসি বাঁধ ভেঙেছিল এসবি পার্কের মণ্ডপে৷ এই এসবি পার্ক সর্বজনীনের থিমপুজোয় হাতেখড়ি কিন্তু বিশ্বনাথ দের হাত ধরেই৷ গত তিনবছর তিনিই ছিলেন এখানকার শিল্পী৷ এবার ভবতোষ সুতার৷ আরও এক চমক রয়েছে৷ এই পুজোর মাধ্যমেই এই প্রথম থিম সংগীতের জগতে পা রাখছেন কবীর সুমন৷ বেশ ঢাকঢোল পিটিয়েই সেই খবর ফলাও প্রচার করছেন উদ্যোক্তারা৷

20160905_142949

এবার আসা যাক থিমের কথায়৷ ইট-কাঠ-পাথর, মানবসভ্যতার বুনিয়াদ তৈরির সব উপকরণই মজুত রয়েছে শিল্পীর ভাবনায়৷ গোটা মণ্ডপই একটি রূপক৷ শ্রমিকদের হাতে গড়া সভ্যতার বিজয় রথ এগিয়ে চলেছে৷ তার সামনে রয়েছে জীবনের ভার বয়ে নিয়ে চলা বাঁক৷ কাঠের উপর কারুকার্য করে তৈরি করা হয়েছে বাঁকের দড়ি৷

20160905_142445

মাটি খুঁড়ে বানানো হয়েছে বাঁকের পাত্র৷ ফাইবারের তৈরি রথের চাকা৷ এমন হাজারো জিনিসের সম্ভার থাকবে মণ্ডপে যা মনে করিয়ে দেবে সভ্যতার ইতিহাসকে৷ প্রতিমা নিজেই গড়ছেন শিল্পী ভবতোষ সুতার৷ সবমিলিয়ে শ্রমজীবীদের জীবনধারা ফুটিয়ে তোলার জন্য সহশিল্পীদের নিয়ে বিরাট এক কর্মযজ্ঞে মেতেছেন শিল্পী৷ তা কতটা সার্থক হবে তা তো সময়ই বলবে৷

ভিডিওয় দেখে নিন প্রস্তুতি পর্বের ঝলক-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ