Advertisement
Advertisement

বনলতার আরাধনায় মাতবে ওয়েলিংটনের নাগরিক কল্যাণ সমিতি

থিমমেকার পার্থ জোয়ারদারের সৃজনে এবার ওয়েলিংটনেও বনলতাকে খুঁজে পাবেন কলকাতার পুজোপ্রেমীরা৷

pujo preparation: Wellington Nagarik Kalyan Samity
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 8, 2016 9:04 pm
  • Updated:September 8, 2016 9:15 pm

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ ষষ্ঠ প্রতিবেদনে পড়ুন ওয়েলিংটনের নাগরিক কল্যাণ সমিতির পুজো প্রস্তুতি৷

শুভময় মণ্ডল: পুরনো ভাঙা দেউল৷ স্যাঁতস্যাতে দেওয়াল থেকে বহুকাল আগেই খসে গিয়েছে পলেস্তারা৷ ইতিউতি গজিয়েছে আগাছা, গুল্ম৷ তার মাঝে আধো আলো পরিবেশে অধিষ্ঠিতা দেবী৷ দেবী বনলতা৷

Advertisement

কবি জীবনানন্দ দাসের ‘বনলতা সেন’ কোনও রক্তমাংসের মানুষ ছিল না৷ কবির কল্পনায় নাটোরের বনলতা সেন রূপ পেয়েছিল মানুষের৷ কিন্তু সত্যি যদি বনলতা সেন বাস্তবে থাকত তবে তাকে কেমন দেখতে হত? সেসব বিস্তর তর্কের ব্যাপার৷ আসল কথা, কবি সর্বোপির তাকে একজন সাধারণ নারী হিসাবেই দেখেছিলেন৷ কিন্তু সাধারণের মধ্যেও কোথাও যেন বনলতা ছিল অসাধারণ৷ কবির ভাবনার মতোই শিল্পীর ভাবনাতেও কখনও কখনও মৃন্ময়ী মূর্তি হয়ে ওঠে রক্তমাংসের মানুষ৷ হয়ে ওঠে অপরূপা৷ সেইভাবেই থিমমেকার পার্থ জোয়ারদারের সৃজনে এবার ওয়েলিংটনেও বনলতাকে খুঁজে পাবেন কলকাতার পুজোপ্রেমীরা৷

Advertisement

nagarik-kalyan-samity-1_web

একটু খটকা লাগল? হঠাৎ নাটোরের বনলতা সেন কেন? দেবী দুর্গার আরেক নাম বনলতা৷ সেই বনলতাকেই নিজের ভাবনায় ফুটিয়ে তুলেছেন শিল্পী৷ ওয়েলিংটনের নাগরিক কল্যাণ সমিতির পুজোপ্রাঙ্গণে বনলতাদেবীর সাক্ষাৎ পাবেন সবাই৷ গত বছর থিমশিল্পী অদিতি চক্রবর্তীর সৃজনে রংবোধন হয়েছিল নাগরিক কল্যাণ সমিতির পুজোয়৷ এবার থিমের দায়িত্বে পার্থ জোয়ারদার৷ উদ্যোক্তাদের আশা, এবার অভিনবত্ব দিয়ে বাকি পুজো কমিটিগুলিকে টেক্কা দেবেন তাঁরা৷

এবার আসা যাক থিমের কথায়৷ বনলতার আরাধনার জন্য সবরকম আয়োজনই চোখে পড়বে মণ্ডপে ঢুকলে৷ প্রাচীণ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ৷ থার্মোকলের উপর সুরকি দিয়ে তৈরি করা হয়েছে পুরনো মন্দির৷ প্রতিমাতেও চমক থাকছে অনেক৷ পার্থবাবুর ভাবনায় প্রতিমা গড়ছেন মৃৎশিল্পী অরুণ পাল৷ ২৭ বছরে পা দিয়ে নাগরিক কল্যাণ সমিতির পুজো অভিনবত্বে কতটা টেক্কা দিতে পারে এখন সেটাই দেখার৷

ভিডিওয় দেখে নিন প্রস্তুতি পর্বের ঝলক-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ