Advertisement
Advertisement

Breaking News

পেলেট গানের বিকল্প আনছে কেন্দ্র, ঘোষণা রাজনাথের

বুধবার সকালে স্বরাষ্ট্র সচিব রাজীব মেহরিসি এবং মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বিশেষ বিমানে উপত্যকায় পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী৷

Rajnath Singh: Will announce alternative to pellet guns soon.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 25, 2016 5:05 pm
  • Updated:August 25, 2016 5:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্নিগর্ভ কাশ্মীরে পরিস্থিতি সামাল দেওয়ার দ্বিতীয় সফরে সরকার বা রাজনৈতিক দল ছাড়াও সাধারণ মানুষের কাছে পৌঁছনোই যে সরকারের মূল উদ্দেশ্য তা বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ বৃহস্পতিবার, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজনাথ সিং৷ বললেন, “কাশ্মীরের পরিস্থিতি দেখে আমি আন্তরিকভাবে দুঃখিত৷ আমি কাশ্মীরবাসীর কাছে আবেদন জানাতে চাই, যুব সমাজের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলবেন না৷ তাঁদের হাতে কলম-বই ও কম্পিউটার থাকা উচিত, ইট নয়৷”

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকে দিল্লিতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন, সাংবিধানিক কাঠামোর মধ্যে আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যার চিরস্থায়ী সমাধান করতে হবে৷ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, চলতি সফরে প্রাথমিকভাবে উপত্যকার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার রিপোর্ট নেবেন রাজনাথ সিং৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, দীর্ঘ দেড় মাসের অশান্তিতে আপাত মতপার্থক্য সরিয়ে রেখে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী দলগুলি ক্রমশ একজোট হচ্ছে৷ এই পরিস্থিতিতে উপত্যকার তথাকথিত বিরোধী দলগুলিকে যে কোনও মূল্যে শান্তি প্রক্রিয়ায় সামিল করতে মরিয়া রাজনাথ সিং৷ এদিন তিনি বলেন, “কাশ্মীরের ভবিষ্যত সুরক্ষিত না থাকলে ভারতের ভবিষ্যতও সুরক্ষিত থাকবে না৷ আমি প্রত্যেক নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিয়েছি পরিস্থিতি চরমে না ওঠা পর্যন্ত ধৈর্য ধরতে৷ আর সাধারণ মানুষকে বলছি, আপনারা ভুলে যাবেন না কাশ্মীরে বন্যা পরিস্থিতির সময় সেনাবাহিনী আপনাদের জন্য কী করেছিল৷”

Advertisement

তবে এদিন রাজনাথ সিংয়ের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল, পেলেট গানের বিকল্প খুঁজছে কেন্দ্র৷ দ্রুতই সেই বিকল্প ব্যবস্থা ঘোষণা করা হবে৷ এছাড়া কাশ্মীরের জন্য নোডাল অফিসার নিয়োগ করা হবে বলে এদিন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ বুধবার সকালে স্বরাষ্ট্র সচিব রাজীব মেহরিসি এবং মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বিশেষ বিমানে উপত্যকায় পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী৷ পৌঁছেই তিনি জানিয়ে দেন, কাশ্মীরে শান্তি ফেরাতে সব মহলের সঙ্গে কথা বলবেন তিনি৷ উপত্যকায় যত দ্রুত সম্ভব শান্তি ফেরাতে সরকার বদ্ধপরিকর৷ একটি টুইট করে রাজনাথ জানান, “যাঁরাই ‘কাশ্মিরিয়াত’, ‘ইনসানিয়াত’ এবং ‘জামুরিয়াতের’ নীতিতে বিশ্বাসী, তাঁরা সকলেই স্বাগত৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ