Advertisement
Advertisement

মাত্র ৫০ টাকায় দেদার বিকোচ্ছে ধর্ষণের ভিডিও

নিগৃহীতাকে ব্ল্যাকমেল করতেও ব্যবহার করা হচ্ছে ওই ভিডিও৷

Rape videos on sale at Rs 50-150
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 4, 2016 1:12 pm
  • Updated:August 4, 2016 1:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে প্রশাসন ও পুলিশের নাকের ডগায় দেদার বিক্রি হচ্ছে ধর্ষণের ভিডিও৷ নাবালিকা থেকে শুরু করে গৃহবধূ- গ্রাহকের চাহিদা মাফিক সবরকম ভিডিও মিলবে৷ ধর্ষণের নৃশংসতা ও কত মিনিটের ক্লিপিংস, সেই মোতাবেক ভিডিও-র দাম স্থির করা হয়৷ ৩০ সেকেন্ড থেকে ৫ মিনিট- রয়েছে সব রকমের ভিডিও৷ দাম মাত্র ৫০ টাকা থেকে শুরু৷ সর্বোচ্চ ১৫০ টাকা৷

স্থানীয় বাসিন্দারা বলছেন, একটা সময় ছিল যখন রাজ্যে পর্ন ভিডিও ক্লিপিংস লুকিয়ে বিক্রি হত৷ কিন্তু ইন্টারনেট চলে আসার পর পর্ন ভিডিও-র চাহিদা এখন আর নেই৷ বরং চাহিদা বেড়েছে বাস্তবে নারীশরীরকে ছিঁড়ে খাওয়ার নারকীয় ক্যামরাবন্দী দৃশ্য৷ রেহাই পাচ্ছে না নাবালিকারাও৷ স্কুলে যাওয়ার পথে এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে রাস্তার পাশে নিয়ে গিয়ে গণধর্ষণ করে কয়েকজন দুষ্কৃতী৷ ধর্ষণের সময় এক দুষ্কৃতী ভিডিও তুলে রাখে তার স্মার্টফোনে৷ পরে সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়৷

Advertisement

পুলিশ জানিয়েছে, এই ভিডিও পরে নিগৃহীতাকে ব্ল্যাকমেল করার কাজেও ব্যবহার করা হয়৷ এই চক্রের পান্ডাদের গ্রেফতার করতে পুলিশ একাধিকবার চিরুণি তল্লাশি চালিয়েছে তাজগঞ্জ, সাদারের মতো এলাকায়৷ অভিযুক্তরা ধরা পড়লেও মামলা দায়ের করার আগেই নিগৃহীতার পরিবার লোকলজ্জার ভয়ে অভিযোগ প্রত্যাহার করে নেয় বলে দাবি পুলিশের৷

Advertisement

বেলালগঞ্জ, বালকেশ্বর, কমলানগর-এর মতো শহরে এরকম ভিডিও কিনতে পাওয়া যাচ্ছে প্রকাশ্যে৷ একই ছবি মীরাট-সহ অন্যান্য শহরেরও৷ কয়েকদিন আগে এখানেই ২১ বছরের এক যুবতী অনলাইনে তাঁর নগ্ন ভিডিও দেখতে পেয়ে আত্মহত্যা করেন৷ তবু হুঁশ ফেরেনি প্রশাসনের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ