Advertisement
Advertisement

স্বাধীনতা দিবসে আকাশপথে চলবে নজরদারি

নিরাপত্তার পুরো বিষয়টির উপর নজর রাখছেন কলকাতা পুলিশের পদস্থ কর্তারা৷

Red Road Will Be Under Kolkata Police's Surveillance On 15 August
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 14, 2016 9:01 am
  • Updated:August 14, 2016 9:01 am

স্টাফ রিপোর্টার: কাল, সোমবার রেড রোডে স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান চলাকালীন আকাশ থেকে কড়া নজর রাখবে কলকাতা পুলিশের আকাশ যান ‘দুর্দান্ত’৷ লালবাজারের পুলিশ কর্তারা জানিয়েছেন, নাশকতা বা অন্যান্য অপ্রীতিকর ঘটনা রুখতে অনুষ্ঠানে সর্বক্ষণ নজর রাখবে পুলিশের এই ড্রোন৷ ড্রোনে থাকা ক্যামেরার ছবি পৌঁছে যাবে লালাবাজারের কন্ট্রোলরুমে৷ সেই ছবি দেখে অনুষ্ঠানের উপর নজর রাখবেন কন্ট্রোলরুমের পুলিশ কর্তারা৷ এদিকে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার রেড রোডে যান রাজ্যের স্বরাষ্ট্র সচিব মলয় দে, রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার-সহ অন্যান্য কর্তারা৷
স্বাধীনতা দিবসের আগে জঙ্গি নাশকতার বিষয়ে কলকাতা পুলিশকে সতর্ক করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ তাই স্বাধীনতা দিবসের আগে থেকেই রেড রোড-সহ সারা শহরই ঘিরে ফেলা হচ্ছে নিরাপত্তার ঘেরাটোপে৷ লালবাজার সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তার খাতিরে রেড রোড ঘিরে নেবে পুলিশের বিশেষ টিম৷ তার সঙ্গে পুরো রেড রোড টহল দেবে ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ পুলিশ কুকুর৷ বম্ব স্কোয়াডের বিশেষ টিমও টহল দেবে রেড রোডে৷ রেড রোডের আশপাশেও কোনও সন্দেহজনক বস্তু দেখলে তা পরীক্ষা করে দেখা হবে৷ ময়দান এলাকায় কোনও সন্দেহজনক ব্যক্তি ঘোরাঘুরি করলেও তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে৷ স্বাধীনতা দিবস উপলক্ষে শহরে অতিরিক্ত দশ হাজার পুলিশ নামতে পারে৷

durdanto1_web
নিরাপত্তা খতিয়ে দেখতে রেড রোডে রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ, পুলিশ কমিশনার রাজীব কুমার ও স্বরাষ্ট্রসচিব মলয় দে৷ শনিবার৷ ছবি: অমিত ঘোষ।

প্যারেডের নিরাপত্তার জন্য পুরো রেড রোডকে বেশ কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছে৷ প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে থাকছেন একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক৷ রেড রোডের নজরদারির জন্য থাকছে প্রায় সাতটি ওয়াচ টাওয়ার৷ এছাড়াও তৈরি থাকছে রেডিও ফ্লাইং স্কোয়াড, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম৷ নিরাপত্তার পুরো বিষয়টির উপর নজর রাখছেন কলকাতা পুলিশের পদস্থ কর্তারা৷ যে কোনও নাশকতা রুখতে শহরে প্রবেশ ও প্রস্থানের জায়গাগুলিতে সারা দিন ও রাতে গাড়ি পরীক্ষা চলছে৷ নজর রাখা হচ্ছে শহরের প্রত্যেকটি হোটেলের উপর৷ হোটেল ও গেস্ট হাউসগুলির প্রত্যেক অতিথির পরিচয় খতিয়ে দেখা হচ্ছে৷ প্রত্যেকটি শপিং মল, সিনেমা হল কর্তৃপক্ষকে সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ