Advertisement
Advertisement

Breaking News

১০০ বালির রথ গড়ে রেকর্ডের পথে সুদর্শন

পুরীর রথযাত্রায় এবারে নিঃসন্দেহে যা বাড়তি আকর্ষণ৷

Sand artist Sudarshan Pattanaik aims to create a world record for maximum number of raths on Puri Beach
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2016 12:28 pm
  • Updated:July 4, 2016 12:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরীর রথযাত্রায় এবার বাড়তি আকর্ষণের আয়োজন করছেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক৷ প্রতিবারই তিনি সমুদ্র সৈকতে গড়ে তোলেন বালির রথ৷ তবে এবার গড়ছেন একেবারে একশোটি রথ৷ আর তা করেই নয়া রেকর্ড গড়ার পথে তিনি৷

বালুশিল্পে দেশের জন্য আন্তর্জাতিক মঞ্চ থেকে নানা সম্মান নিয়ে এসেছেন দেশের এই অন্যতম সেরা বালুশিল্পী৷ এবার পালা ‘লিমকা বুক অফ রেকর্ডস’-এ নাম তোলার৷ তিনি ও তাঁর প্রতিষ্ঠানের ছাত্ররা মিলে পুরীর সমুদ্র সৈকতে গড়ে তুলছেন ১০০টি রথ৷ পুরীর রথযাত্রায় এবারে নিঃসন্দেহে যা বাড়তি আকর্ষণ৷

Advertisement

পুরীতে এই বালির রথের ঐতিহ্য বেশ প্রাচীন৷ কথিত আছে, ষোড়শ শতকের ভক্তকবি বলরাম দাশ একবার পুরীর রথ টানতে গিয়েও সেবায়ত তথা রাজার কাছে অপমানিত হয়ে ফিরে আসেন৷ তখন তিনি সৈকতেই বালির রথ গড়ে তোলেন৷ লোকমুখে শোনা যায়, এরপর রাজপথে আসল রথের চাকা আর নড়েনি৷ বদলে বলরাম দাশের বালির রথই নাকি সৈকতে ঘুরে বেড়াচ্ছিল৷ গল্পের মধ্যে সত্যতা যতটুকুই থাক, এক ভক্তের কাছে রাজশক্তি যে মাথা নত করতে বাধ্য হয়েছিল, সে ইঙ্গিতটুকু স্পষ্ট৷ এই কিংবদন্তিই বালির রথ গড়তে উৎসাহিত করেছে পরবর্তী প্রজন্মের শিল্পীদের৷ সে পথে হেঁটেই নতুন রেকর্ড গড়তে চলেছেন সুদর্শন৷

Advertisement

ইতিমধ্যেই সুদর্শন ও তাঁর ছাত্ররা প্রায় পঞ্চাশটা রথ তৈরি করে ফেলেছেন৷ সৈকতের উপর বিশাল সামিয়ানা খাঁটিয়ে জোরকদমে চলছে কাজ৷ ৬ জুলাই, রথযাত্রার দিন যাতে পর্যটকরা এই শিল্প দেখতে পান তার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে৷ সুদর্শনের আশা এবারের রথযাত্রায় তাঁর এই শিল্প পুরীতে বাড়তি পর্যটক টানবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ