Advertisement
Advertisement

চাঁপদানিতে শিশুকন্যার নগ্ন মৃতদেহ উদ্ধার

ঋণ না দিতে পারায় মেয়ে খুন, অভিযোগ বাবার৷

Seven year old girl’s deadbody found at Champdani
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 27, 2016 2:30 pm
  • Updated:July 27, 2016 2:30 pm

নিজস্ব সংবাদদাতা, হুগলি: চাঁপদানির সাত নম্বর রেলগেটের কাছে একটি ভ্যাট থেকে সাত বছরের একটি শিশুকন্যার নগ্ন মৃতদেহ উদ্ধার হল৷ পুলিশের প্রাথমিক অনুমান টাকার জন্য শিশুটিকে খুন করা হয়৷ সাত বছরের একটি শিশুকে কেন আর কেই বা এমন নৃশংসভাবে খুন করল তা নিয়ে চাপান-উতোর শুরু হয়েছে৷

জানা গিয়েছে মেয়েটির নাম প্রিয়া রাম৷ তার বাবা ছোটেলাল রাম স্থানীয় ডালহৌসি জুটমিলের কর্মী৷ জুটমিলে আট নম্বর কুলি লাইনে থাকেন পরিবার নিয়ে৷ মঙ্গলবার সকাল থেকেই খোঁজ মিলছিল না ছোট্ট প্রিয়ার৷ দিনভর ছোটেলাল আর তাঁর পরিজনেরা তল্লাশি চালিয়েছে৷ এমনকী বিকেলের দিকে রিকশা করে প্রিয়ার খোঁজ চালানো হয় এলাকায়৷ কিন্তু কোনও খোঁজ মেলেনি৷ এদিন সকালে একটি ভ্যাটের সামনে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়৷

Advertisement

এদিকে এই মৃত্যুর জন্য স্থানীয় হরিওম নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন প্রিয়ার বাবা ছোটেলাল৷ তাঁর অভিযোগ, কয়েকমাস আগে ১০-১১ হাজার টাকা ধার নিয়েছিলেন তিনি৷ নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা শোধ করতে না পারায় বারবার তাগাদা দিচ্ছিল ওই ব্যক্তি৷ ছোটেলাল কিছুটা সময় চেয়েছিলেন টাকা শোধ করার জন্য৷ কিন্তু সময় দেওয়ার বদলে উল্টে হুমকি দিয়েছিল ওই ব্যক্তি৷ অভিযোগ পেয়ে পুলিশ ছোটেলালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে৷ তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে৷ পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ