Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তানে জেলবন্দি ভারতীয় প্রেমিককে সহায়তা সুষমার

সুষমার নির্দেশে ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই আনসারির সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু করেছে৷

Sushma Swaraj Assures  To Help Indian prisoner Attacked Thrice In Pak Jail
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 7, 2016 12:17 pm
  • Updated:August 7, 2016 12:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে প্রেম৷ আচমকা বিচ্ছেদ৷আর হারানো প্রেমিকাকে খুঁজতে গিয়েই ভুল করে ঢুকে পড়া পাকিস্তানে৷ তারপর থেকেই জেলবন্দি দশা কাটছে মুম্বইয়ের হামিদ নেহাল আনসারির৷ সম্প্রতি পাক জেলে তাঁর উপর একাধিক আক্রমণের খবর আসায় উদ্বিগ্ন ভারতীয় বিদেশমন্ত্রক৷ আর এরপরই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন৷

মুম্বইয়ের বাসিন্দা ২০১২ সালে বেআইনিভাবে পাকিস্তানে প্রবেশ করেন বলে অভিযোগ৷ তাঁর কাছে ছিল পাকিস্তানের নকল পাসপোর্ট৷ এই অপরাধে সে দেশের এক মিলিটারি কোর্ট তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করে আনসারিকে৷ কিন্তু জেলেই পাকিস্তানি বন্দিদের তুমুল আক্রমণের মুখে পড়েন তিনি৷ পুরো ঘটনায় উদ্বিগ্ন বিদেশমন্ত্রক৷সম্প্রতি সে কথা টুইট করে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ পাকিস্তানের ভারতীয় দূতাবাসের আধিকারিকদের তিনি আনসারির সঙ্গে জেলে বা হাসপাতালে যোগাযোগ করার নির্দেশ দেন৷

Advertisement

আনসারির আইনজীবী কাজী মহম্মদ আনোয়ার জানিয়েছেন, আনসারিকে পেশোয়ার জেলে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীদের সঙ্গে রাখা হয়েছে৷ সেখানে অন্তত তিনবার মারাত্মক আক্রমণ হয়েছে তাঁর উপর৷ শুধু বন্দিরাই নয় জেলের আধিকারিকরাও তাঁর সঙ্গে অকথ্য অত্যাচার করে বলে অভিযোগ ওঠে৷ বিনা কারণেই প্রায় প্রত্যেকদিনই আনসারিকে চড় থাপ্পড় মারা হয় বলে অভিযোগ করে পেশোয়ার হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন আনসারির আইনজীবী৷ সুষমার নির্দেশে ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই আনসারির সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু করেছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ