Advertisement
Advertisement

Breaking News

সমুদ্রগড়ে তাঁত হাব, তৈরি হবে মিষ্টি হাবও

মুখ্যমন্ত্রী এদিন জানান, পূর্বস্থলীর পরিবর্তে সমুদ্রগড়ে হবে এই তাঁতকেন্দ্র৷ পাশাপাশি বীরভূমের বোলপুরেও তাঁত গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য৷

TaantHub will be established in SamudraGarh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 6, 2016 11:17 am
  • Updated:June 23, 2022 6:48 pm

স্টাফ রিপোর্টার: তাঁতশিল্পের উন্নয়নে ‘ইউনিক’ প্রকল্প হাতে নিল রাজ্য৷ এক ছাদের তলায় তলায় আনা হচ্ছে তাঁত ও আনুষঙ্গিক শিল্পকে৷ যেখানে তাঁতযন্ত্র তৈরি থেকে সুতো তৈরি, রং থেকে মাকু তৈরি সবই হবে তাঁত হাব-এ৷ তাঁতবোনা ও উৎপাদিত পণ্য বিপণনেরও ব্যবস্থা থাকবে সেখানে৷ বর্ধমানের সমুদ্রগড়ে পূর্ত দফতরের দুই একর জমিতে এই তাঁত হাব গড়া হবে বলে বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ প্রাথমিকভাবে এই প্রকল্প পূর্বস্থলীতে গড়া হবে বলে সিদ্ধান্ত হয়েছিল৷

মুখ্যমন্ত্রী এদিন জানান, পূর্বস্থলীর পরিবর্তে সমুদ্রগড়ে হবে এই তাঁতকেন্দ্র৷ পাশাপাশি বীরভূমের বোলপুরেও তাঁত গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য৷ এর ফলে বর্ধমানের কালনা, সমুদ্রগড়, ধাত্রীগ্রাম, পূর্বস্থলীর ও নদিয়া জেলার নবদ্বীপের তাঁত শিল্পের আরও প্রসার ঘটবে৷ মুখ্যমন্ত্রী রাজ্যে খাল-বিল-চুনোপুঁটি মেলা আয়োজনেরও সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন৷ পূর্বস্থলীর বাঁশদহ ও চাঁদের বিলে প্রতি বছর খাল-বিলউৎসব করে থাকেন৷ এবার থেকে রাজ্য সরকার এই উৎসব করবে বলে সিদ্ধান্ত হয়েছে৷ খাল-বিল সংরক্ষণ ও চুনো মাছ বাঁচিয়ে রাখার বিষয়ে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ