Advertisement
Advertisement

তেলেঙ্গানার স্পিকারের মাথায় দুধ ঢাললেন অনুগামীরা, ভাইরাল ভিডিও

গণতন্ত্রের লজ্জা!!!

Telangana Assembly Speaker gets 'milk bath', netizens fume
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 2, 2018 11:23 am
  • Updated:June 29, 2019 5:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ মহাদেবের মতোই পুজো পেলেন তেলেঙ্গানা বিধানসভার স্পিকার সিরিকণ্ডা মধুসূদন। ‘ভক্ত’রা দুধ দিয়ে স্নান করালেন তাঁকে। স্পিকারের মাথায় বালতি বালতি দুধ ঢাললেন সমর্থকরা। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

তা কেন এত খুশি তাঁর সমর্থকরা?

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ভূপালপল্লি জেলার নিজের বিধানসভা কেন্দ্রে একটি নতুন গ্রাম সভা ঘোষণা করেন তিনি। বহুদিন থেকেই এই বিষয়ে দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসীরা। তাই তাঁদের দাবি মেনে নেওয়ায়, অত্যন্ত খুশি স্পিকারের অনুগামীরা। আবেগতাড়িত হয়ে তাঁকে কাঁধে বিয়ে নাচানাচি শুরু করেন সমর্থকরা। শুধু তাই নয়, তারপরেই দুধ ঢেলে স্নান করানো হয় তাঁকে।

Advertisement

গোটা ঘটনাই ক্যামেরাবন্দি হয়ে যায়। তারপর সোশ্যাল মিডিয়ার দৌলতে তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। শুরু হয় বিতর্ক। দুধের এহেন অপচয়ের বিরুদ্ধে একের পর এক টুইট করেন নেটিজেনরা। যে দেশে আজও অপুষ্টির শিকার শিশুরা, ফুটপাতে শুয়ে থাকে অভুক্ত মানুষের দল, সেখানে এক নেতার মাথায় দুধ ঢালা সেই সব মানুষকে অপমান করার শামিল বলেই মত অনেকের।

একটি টুইটে বলা হয়, “এহেন অপচয় দেখা সত্যিই কষ্টকর। এপ্রিল ফুলের দিন নিজেদের মূর্খ প্রমাণ করলেন ওই নেতা ও তাঁর সমর্থকরা।” আরেকটিতে বলা হয়, “তেলেঙ্গানায় আজও বহু মানুষের দুধ কিনে খাওয়ার সামর্থ্য নেই। সেখানে এমন অপচয় নিন্দনীয়।” সব মিলিয়ে এই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছেন নেটিজেনরা। ভারতের মতো উন্নয়নশীল দেশে জনপ্রতিনিধিদের এহেন আচরণ গণতন্ত্রের লজ্জা বলেই মনে করছেন অনেকে।

[পয়লা বৈশাখের আগেই আকাশছোঁয়া চাহিদা, ঢাকায় চড়া দাম ইলিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ