Advertisement
Advertisement

Breaking News

ভাঙা পড়ছে পাঠানকোটের শহিদ জওয়ানের বাড়ি

নিরঞ্জনের দাদা শশাঙ্ক কুমারও পুরসভাকে এই সিদ্ধান্ত খতিয়ে দেখতে বলেছেন৷ তিনি বলেছেন, “একজন জওয়ান যিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁর বা তাঁর পরিবারের প্রতি এ ধরনের আচরণ কখনওই কাম্য নয়৷”

The house of Shahid Niranjan will be broken in Bengaluru
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 12, 2016 1:30 pm
  • Updated:August 12, 2016 1:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর শহরের নিকাশি ব্যবস্থার উন্নয়নে ১১০০ বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় পুরসভা৷ এই তালিকায় রয়েছে পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় নিহত শহিদ নিরঞ্জন কুমারের বাড়ির একাংশ৷ দেশ-রক্ষার কাজে প্রাণ দিলেও বাড়ি ভেঙে ফেলা সংক্রান্ত সরকারের এই প্রশাসনিক সিদ্ধান্ত থেকে ছাড় পায়নি শহিদের বাড়ি৷ এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে নিরঞ্জনের পরিবার৷ অন্যদিকে দেশরক্ষায় জীবন উৎসর্গ করা ৮০০ সেনা জওয়ানের পরিবারকে ১০ কোটি টাকা অর্থসাহায্য দেওয়ার কথা ঘোষণা করল ইনফোসিস ফাউন্ডেশন৷

সম্প্রতি প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বেঙ্গালুরু শহর৷ দেখা দেয় তীব্র যানজট৷ কেন এত জল জমল তা খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় যে, শহরের নিকাশিনালার জমি দখল করে গড়ে উঠেছে ঘরবাড়ি, দোকানপাট৷ ওই সমস্ত অবৈধ ঘরবাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু পুরসভা৷ নিরঞ্জনের বাড়ির একটি পিলার নিকাশিনালার জমিতে হওয়ায় সেটিও ভেঙে ফেলা হবে৷ যদিও প্রয়াত এনএসজি কমান্ডারের বাবা পুরসভাকে জানিয়েছেন, তাঁরা নিজেরাই ওই পিলারটি সরিয়ে নেবেন৷ তবে তার জন্য কিছু সময় প্রয়োজন৷ কিন্তু পুরসভা নিজের মতো করে কাজ করলে তাঁর গোটা বাড়ির কাঠামোই ক্ষতিগ্রস্ত হবে৷ নিরঞ্জনের দাদা শশাঙ্ক কুমারও পুরসভাকে এই সিদ্ধান্ত খতিয়ে দেখতে বলেছেন৷ তিনি বলেছেন, “একজন জওয়ান যিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁর বা তাঁর পরিবারের প্রতি এ ধরনের আচরণ কখনওই কাম্য নয়৷”

Advertisement

অন্যদিকে বেঙ্গালুরুর পুর কমিশনার মঞ্জুনাথ প্রসাদ বলেন, “লেফটেন্যান্ট কর্নেল নিরঞ্জন কুমারের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে৷ কিন্তু পুরসভা বৃহত্তর স্বার্থে এই কাজ করছে৷ সেক্ষেত্রে কোনও একজন ব্যক্তি বিশেষের কথা ভাবতে গেলে চলবে না৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ