১৪ আশ্বিন  ১৪৩০  সোমবার ২ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

পুরুষ সেজে নকল পুরুষাঙ্গ দিয়ে ধর্ষণ, আদালতে দোষী সাব্যস্ত তরুণী

Published by: Kishore Ghosh |    Posted: May 27, 2023 9:26 pm|    Updated: May 27, 2023 9:26 pm

This UK Woman Pretends To Be Man To Have physical relation With Another Woman, Convicted of Rape | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঞ্চল্যকর অভিযোগে ইংল্যান্ডের (England) একটি আদালতে দোষী সাব্যস্ত হলেন এক তরুণী। পুরুষ সেজে এক মহিলার সঙ্গে সহবাস করেন তিনি। লিঙ্গ হিসেবে ব্যবহার করেছিলেন সেক্স টয়। তাঁকে ধর্ষণের দায়ে দোষি সাব্যস্ত করেছে আদালত। অভিযুক্ত জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেন বিচারক। ৬ জুন সাজা ঘোষণা হবে।

কেমব্রিজ ক্রাউন আদালতে মামলার শুনানি হয়। বার্মিংহাম মেলের সংবাদ অনুযায়ী, অভিযুক্ত তরুণী সোশ্যাল মিডিয়ায় পুরুষ হিসেবে একটি পোস্ট দেন। লেখেন, “একজন নারী সঙ্গীকে খুঁজছি”। এরপর এক তরুণী তাঁর সঙ্গে যোগাযোগ করেন। উভয়ের সম্মতিতে সহবাস লিপ্ত হন দু’জনে। অভিযোগকারী তরুণী আদালতে জানান, সহবাসের সময় আলো নিভিয়ে দেন প্রতারক। ‘পুরুষাঙ্গ’ থেকে তাঁকে দূরে রাখা হয় তাঁকে। কোনও ভাবেই তা ছুঁতে দেওয়া হয়নি। এক সময় তিনি বুঝতে পারেন যে তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে, পুরুষাঙ্গটি আসল নয়, সেটি আদতে সেক্স টয়।

[আরও পড়ুন: ৮ বিরোধী মুখ্যমন্ত্রীর পাশাপাশি নীতি আয়োগের বৈঠক বয়কট নবীন পট্টনায়েকেরও! তুঙ্গে জল্পনা]

এরপরই প্রতারক তরুণীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে মামলা করেন অভিযোগকারী তরুণী। সেই মামলার শুনানিতে দোষী সাব্যস্ত হয়েছেন প্রতারক তরুণী। যদিও পালটা আদালতে একাধিক তথ্য প্রমাণ পেশ করেছিলেন তিনি। যা ধোপে টেকেনি। বিচারকের মন্তব্য, চরম অনৈতিক তথ্য প্রমাণ দিয়েছেন তরুণী। ধর্ষণে দোষি সাব্যস্ত করা হয় তাঁকে। আগামী ৬ জুন সাজা ঘোষণা হবে প্রতারকের বিরুদ্ধে।

[আরও পড়ুন: ‘বয়কট নয়, জাতীয় ঐক্যের উৎসবে শামিল হোন’, নয়া সংসদ ভবন বিতর্কে বললেন কমল হাসান]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে