Advertisement
Advertisement

মেটিয়াবুরুজ ও নিউ ব্যারাকপুর থানায় রহস্যমৃত্যু, সন্দেহ আত্মহত্যা

একজন সন্দেহভাজন, অন্যজন আসামি।

Two people allegedly suicide in separate police stations in Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 22, 2017 6:13 am
  • Updated:September 23, 2019 12:07 pm

অর্ণব আইচ ও আকাশনীল ভট্টাচার্য: একই দিনে দুই থানায় আত্মহত্যার ঘটনা। মঙ্গলবার রাতের দিকে মেটিয়াবুরুজ থানার ভিতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন সন্দেহভাজন এক যুবক। মৃতের নাম আকিবুল মোল্লা(১৮)। এর কয়েক ঘণ্টা আগে নিউব্যারাকপুর থানার লক আপে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুদর্শন সরকার (২৯) নামের আরও এক যুবকের মৃতদেহ।

[এক রাতেই পারদ নামল ৫ ডিগ্রি, ঠান্ডায় বাঁকুড়াকে টপকে গেল কলকাতা]

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেটিয়াবুরুজ থানায় মৃত আকিবুলের বাড়ি নাদিয়ালের কাঁঠালবেড়িয়ায়। ড্রাগের নেশায় আসক্ত ছিল ওই যুবক। চুরির ঘটনার সন্দেহে তাকে মঙ্গলবার দুপুরে থানায় নিয়ে আসা হয়। একটি ঘরে আটকে রাখা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। রাতের দিকে ফ্যানের সঙ্গে গলায় জুতোর দড়ি ও বেল্টের ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় আকিবুলের দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুলিশি জেরার ভয়ে ও মাদকদ্রব্য না পেয়ে সে আত্মহত্যা করেছে। ডিসি পোর্ট সৈয়দ ওয়াকার রাজা জানান, মৃতের বাড়ি থেকে এখনও কোনও অভিযোগ আসেনি। এই ঘটনায় যদি কারও কোনও গাফিলতির অভিযোগ প্রমাণিত হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

[ভাম বিড়াল মেরে জমিয়ে ভোজ, ফেসবুকে ছবি দিয়ে জাহির]

নিউব্যারাকপুর থানায় মৃত সুদর্শনের বাড়ি ঘোলা থানার তালবান্দা এলাকায়। গত ২০ নভেম্বর দক্ষিণ তালবান্দা ঠাকুরবাড়ি এলাকায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরে যায় সে। সুদর্শনকে মারধর করে ঘোলা থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এরপর ওই আসামীকে নিউব্যারাকপুর থানার লক আপে রাখা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ গলায় কম্বলের ফাঁস লাগিয়ে লক আপের ভেতরেই সে আত্মহত্যা করে। তখন থানা লক আপে সুদর্শন একাই ছিল। সিসিটিভি ফুটেজে দেখে পুলিশ এই তথ্য পায়। কেন সে লক আপের ভেতর আত্মহত্যা করল তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও মৃত সুদর্শনের নামে একাধিক অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়। তবে এই ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কোন আধিকারিকের তরফে প্রতিক্রিয়া মেলেনি।

[হুগলিতে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য, খুন ভদ্রেশ্বরের পুর চেয়ারম্যান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ