Advertisement
Advertisement

Breaking News

‘যুদ্ধবাজ’ কিমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি আমেরিকার

উত্তর কোরিয়া সরকার এখনও এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায়নি।

US sanctions North Korea's Kim Jong-un for the first time
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 7, 2016 12:17 pm
  • Updated:July 7, 2016 12:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘যুদ্ধবাজ’ উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উনের বিরুদ্ধে এই প্রথম নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কিম-সহ উত্তর কোরিয়ার ১১ জন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হল। এই নিষেধাজ্ঞার ফলে আমেরিকায় কিমের কোনও সম্পত্তি থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি, মার্কিন নাগরিকরা কিম-সহ নিষিদ্ধ ঘোষিত ১১ জনের সঙ্গে কোনওরকম বাণিজ্যিক লেনদেন করতে পারবেন না।

আমেরিকা এই প্রথমবার কিমের বিরুদ্ধে ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করল। উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের জন্য কিম চূড়ান্ত পর্যায়ে দায়ী বলে দাবি করেছেন মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। কিমের শাসনাধীন উত্তর কোরিয়ার মানুষের উপর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বাধ্যতামূলক শ্রম এবং নির্যাতন অব্যাহত বলে দাবি করেন মার্কিন সন্ত্রাসবাদ এবং অর্থনীতি বিষয়ক গোয়েন্দা দফতর। অন্যদিকে, উত্তর কোরিয়া সরকার এখনও এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায়নি।

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ