Advertisement
Advertisement

Breaking News

প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শোভা সেন

নবান্ন, টিনের তলোয়ার নাটকে তাঁর অভিনয়ের প্রশংসা।

Utpal Dutta's wife Shova Dey passed away
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 13, 2017 5:25 am
  • Updated:October 5, 2019 3:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শোভা সেন। ৯৬ বছর বয়সে দক্ষিণ কলকাতার ম্যুর অ্যাভিনিউর বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উৎপল দত্তের স্ত্রীর পরিচয়ের পাশাপাশি নাটক এবং সেলুলয়েডে তাঁর অভিনয় চিরস্মরণীয়। জীবনের শেষ দিন পর্যন্ত কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ ছিল শোভা সেনের। গণনাট্য সংঘকে এগিয়ে নিয়ে যেতে শোভাদেবীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাট্যব্যক্তিত্বের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বামপন্থী নেতারা।

[রাজ্যের সাত পুরসভার ভোটে বিক্ষিপ্ত গোলমাল, অভিযোগ শাসকের বিরুদ্ধে]

নবান্ন, টিনের তলোয়ার, তিতুমীর। এইসব নাটক ঝড় তুলে দিয়েছিল বাঙালির মননে। যেখানে নিজের অভিনয় ক্ষমতা বুঝিয়ে দিয়েছিলেন শোভা সেন। বাংলা নাট্য জগতে প্রবাদপ্রতিম মানুষটি আর নেই। বার্ধক্যজনিত অসুস্থতায় বেশ কিছু দিন ধরে তিনি ভুগছিলেন। রবিবার সকাল ৬টা নাগাদ ম্যুর এভিনিউর বাড়িতে শোভা সেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর। ১৯৬০ সালে বিয়ে করেছিলেন উৎপল দত্তকে। তার আগে থিয়েটার দুনিয়ায় ছিল তাঁর অবাধ বিচরণ। পাশাপাশি সেলুলয়েডও অভিনয়ের ছাপ রেখেছেন। ঋত্বিক ঘটকের ঝড় ছবিতে শোভা সেনের চিরস্মরনীয়। একদিন প্রতিদিন, বৈশাখী মেঘের মতো ছবিতে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে। ঋত্বিক ঘটকের বেদনি ছবিতে তাঁর অভিনয় জনপ্রিয়তা পায়। জীবনের শেষ লগ্নে  দেখা এবং শ্যাডোস অব টাইমে শোভা সেনকে পেয়েছিলেন দর্শকরা। বাংলা ছবির পাশাপাশি বেশ কিছু হিন্দি সিনেমায় তিনি কাজ করেছেন। এক আধুরী কাহানি, পসন্দ আপনি আপনি তার মধ্যে উল্লেখযোগ্য।

Advertisement

[ডোকলামের দখল পেতে চিনের হাতিয়ার ‘থ্রি ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি’]

অভিনয়ের পাশাপাশি বামপন্থী রাজনীতিতেও তাঁকে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। জীবনের শেষ দিন পর্যন্ত কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ ছিল শোভ সেনের। চার-পাঁচ বছর আগে অশক্ত শরীরেও তাঁকে নিয়মিত আলিমুদ্দিন স্ট্রিটে দেখা গিয়েছে। গণনাট্য সঙ্ঘের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। এই সংগঠনে শোভা সেনকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছেল। তাঁর মৃত্যুতে টুইটার শোকজ্ঞাপন করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং সিপিএমের সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ