Advertisement
Advertisement

Breaking News

রাজ্যে ডাক্তারি আসন বেড়ে তিন হাজার

রাজ্যে ডাক্তারি পড়ার আসনসংখ্যা বেড়ে হল ৩০০০৷

West Bengal gets 100 additional medical seats
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 1, 2016 11:42 am
  • Updated:July 1, 2016 1:47 pm

স্টাফ রিপোর্টার: আরও একশো মেডিক্যাল আসন বাড়ল রাজ্যে৷ কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে আসনসংখ্যা দেড়শো থেকে বেড়ে হল দু’শো৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজে একশো থেকে দেড়শো৷ ফলে, রাজ্যে ডাক্তারি পড়ার আসনসংখ্যা বেড়ে হল ৩০০০৷ এমনটাই জানালেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডা. সুশান্ত বন্দ্যোপাধ্যায়৷

২০১৩ সালে কেন্দ্রীয় সরকার মেডিক্যাল কলেজগুলির আসনসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়৷ ঠিক হয়, দশ বছরের পুরনো কোনও মেডিক্যাল কলেজের আসনসংখ্যা পঞ্চাশ থেকে একশোর মধ্যে হলে তারা আসন বাড়ানোর আবেদন জানাতে পারবে৷ এর জন্য ৩ লক্ষ টাকা জমা দিয়ে সংশ্লিষ্ট কলেজকে এমসিআইয়ের কাছে আবেদন জানাতে হবে৷ সেই সঙ্গে মুখ্যসচিব বা স্বাস্থ্যসচিবকে এক বছরের মধ্যে পরিকাঠামোগত ঘাটতি পূরণের আশ্বাস সম্বলিত মুচলেকা দিতে হবে৷ এই পথে হেঁটেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পঞ্চাশটি করে আসন বাড়িয়ে নেয়৷ ন্যাশনাল মেডিক্যাল সেবার জায়গার অপ্রতুলতার জন্য আবেদন জানাতে পারেনি৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজ অবশ্য আবেদন জানাতে পারেনি কম বয়সের কারণে৷ ২০০৪ সালে জন্ম হওয়া মেদিনীপুর মেডিক্যাল ২০১৩-তে দশ বছর পূরণ করেনি৷ নবান্ন সূত্রের খবর, চলতি আর্থিক বর্ষ থেকেই এই একশো আসনে ছাত্র ভর্তি করানো হবে৷ রাজ্যে এখন এমবিবিএস আসন রয়েছে ২৪৫০৷ ডেন্টালে ৪৫০৷ একশো বেড়ে যাওয়ায় মোট আসনসংখ্যা হল ৩০০০৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ