Advertisement
Advertisement

আপোশ না করে দুই ভারতীয়র ম্যাগসাইসাই জয়

একজনের লড়াই বাঁচার অধিকার নিয়ে, অন্যজনের অবদান বৈষম্য দূরীকরণে৷

Wilson, T.M. Krishna gets the Magsaysay award
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 28, 2016 10:39 am
  • Updated:July 28, 2016 10:39 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬ সালের রামন ম্যাগসাইসাই পুরস্কার জিতলেন দুই ভারতীয়৷ কর্নাটকের মানবাধিকার কর্মী বেজওয়াদা উইলসন এবং তামিলনাড়ুর উচ্চাঙ্গ সংগীত-শিল্পী টি এম কৃষ্ণ৷ আনুষ্ঠানিকভাবে দুই ভারতীয়র হাতে পুরস্কার ওঠা এখন শুধু সময়ের অপেক্ষা৷

ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রামন ম্যাগসাইসাইয়ের নামে প্রতি বছর এই সম্মান প্রদান করা হয়৷ ‘এশিয়ার নোবেল’ নামেও পরিচিত এই পুরস্কার৷ কর্নাটকের দলিত পরিবারের সন্তান বেজওয়াদা উইলসন ছোট থেকেই পরিবারের সদস্যদের ঝাড়ুদারবৃত্তি করতে দেখেছিলেন৷ কিন্তু পরিবারের মধ্যে তিনিই প্রথম উচ্চশিক্ষা অর্জন করেছিলেন৷ সাফাই কর্মচারী আন্দোলনের জাতীয় আহ্বায়ক উইলসন ৩২ বছর ধরে দেশ থেকে ঝাড়ুদারবৃত্তির অবলুপ্তির লক্ষ্যে সংগ্রাম করে চলেছেন৷ আত্মসম্মান নিয়ে মানুষের বাঁচার অধিকারের হয়ে লড়াই করার জন্যই তাঁকে এই পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে৷

Advertisement

অন্যদিকে, চেন্নাইয়ের ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া কৃষ্ণ (৪০) ছ’বছর বয়স থেকে উচ্চাঙ্গ সংগীতের তালিম নিয়েছেন৷ সংগীতের মাধ্যমে সংস্কৃতির প্রতি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সামাজিক বৈষম্য দূরীকরণে অবদান রাখায় কৃষ্ণকে সম্মানিত করা হচ্ছে বলে জানিয়েছে ম্যাগসাইসাই কর্তৃপক্ষ৷

Advertisement

উইলসন এবং কৃষ্ণ  ছাড়াও এ বছরের রামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন ফিলিপিন্সের কনচিতা কার্পিও মোরালেস, ইন্দোনেশিয়ার ডম্পেট ধুয়াফা, জাপান ওভারসিজ কো-অপারেশন ভল্যানটিয়ারস এবং লাওসের ‘ভিয়েণ্টাইন রেসকিউ’ সংস্থা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ