Advertisement
Advertisement

কোয়ালিফায়িং রাউন্ড থেকেই বিদায় যোগেশ্বরের

গতবার হয়েছিল৷ এবার আর হল না৷

Yogeshwar Dutt Loses 3-0 In Qualifying Round
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 21, 2016 5:41 pm
  • Updated:September 12, 2023 3:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবার হয়েছিল৷ এবার আর হল না৷ কোয়ালিফায়িং রাউন্ডে মঙ্গোলিয়ার গ্যাঞ্জোরিজিন ম্যান্ডাখনারাণের কাছে ০-৩-তে হেরে এবারের ওলিম্পিককে বিদায় জানালেন যোগেশ্বর দত্ত৷

কুস্তির মঞ্চে নামার ঠিক আগের মুহূর্তে চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল নরসিংহ যাদবকে৷ একরাশ হতাশা নিয়ে গেমস ভিলেজ থেকে ফিরেছেন ভারতীয় কুস্তিগির৷ এদিকে, সন্দীপ তোমারও পরাস্ত হয়েছে খালি হাতে ফিরছেন৷ সাক্ষী মালিকের পর তাই কুস্তিতে পদক জয়ের ক্ষেত্রে নজরে ছিলেন যোগেশ্বর দত্তই৷ গতবার দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন৷ এবার তাই প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে৷ কিন্তু দেশবাসীর স্বপ্নপূরণ করতে ব্যর্থ হলেন তিনি৷

Advertisement

এবার ৬০ কেজির পরিবর্তে নেমেছিলেন ৬৫ কেজি ফ্রিস্টাইল ইভেন্টে৷ তার উপর হাঁটুর চোট সামান্য হলেও রয়ে গিয়েছিল৷ তবে সেসব কিছুকে পিছনে ফেলেই কুস্তির মঞ্চে নেমেছিলেন৷ কিন্তু কঠিন প্রতিপক্ষের সামনে বিশেষ লড়াই দিতে পারলেন না৷ যোগেশ্বর হারায় কুস্তিতে একটি পদক নিয়েই এবারের মতো সন্তুষ্ট থাকতে হল ভারতকে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ